দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মালদ্বীপের সাবেক নির্বাসিত প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদ দেশে ফিরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহ প্রকাশ করেছেন। ভরাডুবি থেকে তিনি দেশকে রক্ষা করতে চান।
মোহাম্মাদ নাশিদ ২০০৮ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম মালদ্বীপের প্রেসিডেন্ট ছিলেন। সন্ত্রাসবাদের অভিযোগে মালদ্বীপে সাজা হওয়ার পর মোহাম্মাদ নাশিদ লন্ডনে নির্বাসিত জীবনযাপন করে আসছেন।
মোহাম্মাদ নাশিদ বলেছেন, তার এই সাজা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ছিলো।
উতাহ-এ সুদানী চলচ্চিত্র উৎসব পরিদর্শনকালে ৪৯ বছর বয়সী এই নেতা বলেছেন, ‘কোনো ধরনের ঝুঁকি ছাড়া দেশে ফিরতে পারবো আমি এমনটি মনে করি না। এরকম সময় কখনও আসবে বলেও আমার মনে হয় না।’
মোহাম্মাদ নাশিদ বলেন, ‘আমার মনে হয় দেশের স্বার্থেই আমার এই ঝুঁকিটি নেওয়া উচিত।’