দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জাপানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সাগা জেলায় এইচ ৫ স্ট্রেইনের বার্ড ফ্লু সনাক্ত হওয়ায় একটি খামারের মুরগি নিধন করেছেন।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, প্রথমে কোহোকু শহরের খামারটিতে মৃতাবস্থায় মোট ৫২টি মুরগির সন্ধান পাওয়া গেলে মৃত ৭টি মুরগি পরীক্ষা করে সবগুলো বার্ড ফ্লুতে আক্রান্ত বলে নিশ্চিত হয়।
দেশটির আত্মরক্ষা স্থলবাহিনীর সদস্যদের সহায়তায় জেলা সরকারের কর্মকর্তারা খামারটির প্রায় ৬৯ হাজার মুরগি নিধন ও ৬ লাখ ৮৩ হাজারের বেশি ডিম ধ্বংস করেন। নিধন করা মুরগিগুলো মাটি চাপা দেওয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কোনো ধরনের অনিয়ম রয়েছে কিনা তা দেখার জন্য খামারটির চারপাশে তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত ৪টি হাঁস মুরগির খামারও পরিদর্শন করা হয়েছে।
৩ থেকে ১০ কিলোমিটারের মধ্যে অবস্থিত ১২টি হাঁস মুরগির খামার মালিকদের সাক্ষাৎকার গ্রহণ করে কোন ধরনের অস্বাভাবিকতা রয়েছে কি না তা খতিয়ে দেখা হয় বলে জানানো হয়েছে।