The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

অক্সিজেন কমে যাচ্ছে সমুদ্রের পানিতে!

বিশ্বব্যাপী সমুদ্রের পানিতে অক্সিজেনের মাত্রা কমেছে দুই শতাংশের চেয়েও বেশি!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বব্যাপী সমুদ্রের পানিতে অক্সিজেনের মাত্রা কমেছে দুই শতাংশের চেয়েও বেশি। এটি ঘটেছে গত শতকের ষাটের দশকের পর হতে।

অক্সিজেন কমে যাচ্ছে সমুদ্রের পানিতে! 1

শতাংশের হিসাবে ওই পরিমাণকে কম মনে হলেও সামুদ্রিক উদ্ভিদ এবং প্রাণিকূলসহ সার্বিক সামুদ্রিক জীব বৈচিত্র্য রয়েছে সম্ভাব্য হুমকির মুখে। বিজ্ঞানবিষয়ক সাময়িকী ন্যাচার জার্নালে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন সতর্কবার্তা দিয়েছেন সমুদ্র বিজ্ঞানীরা।

ন্যাচার জার্নালে প্রকাশিত গবেষণায় উঠে এসেছে যে, সমুদ্রের পানিতে আশঙ্কাজনক হারে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে। ওই গবেষণার তথ্য মতে, ষাটের দশকের পর হতে গত প্রায় সাড়ে পাঁচ দশকে বিভিন্ন অঞ্চলের সমুদ্রের পানিতে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। অক্সিজেনের পরিমাণে ঘাটতি থাকা এই পানিকে বলা হয়ে থাকে ‘অ্যানোক্সিক ওয়াটার’।

ষাটের দশকের পূর্বে সমুদ্রে যে পরিমাণ এলাকায় ‘অ্যানোক্সিক ওয়াটারে’র দেখা যেতো, গত সাড়ে পাঁচ দশকে ওইসব এলাকায় পরিমাণ বেড়ে চারগুণ হয়েছে। এছাড়া সমুদ্রের পানিতে অত্যন্ত শক্তিশালী গ্রিনহাউস গ্যাস নাইট্রাস অক্সাইডের পরিমাণ এই সময় ‘সম্ভবত বেড়েছে’ বলেও জানানো হয়েছে ওই গবেষণায়।

এতে আরও বলা হয়েছে, পৃথিবীর প্রায় তিন-চতুর্থাংশই ভাগই পানি। বিশ্বের শত শত কোটি মানুষের জন্য যে পরিমাণ অক্সিজেনের প্রয়োজন, তার প্রায় অর্ধেকই জোগান দেয় সমুদ্র।

ওই গবেষণা প্রসঙ্গে ন্যাচার জার্নালে ফিশারিজ অ্যান্ড ওশান কানাডার গবেষক-বিজ্ঞানী ডেনিস গিলবার্ট এক মন্তব্যে বলেছেন, ‘দুই শতাংশ শুনতে খুব বেশি মনে হয়তো নাও হতে পারে। তবে সমুদ্রের যেসব এলাকায় ইতিমধ্যে অক্সিজেনের পরিমাণ কম রয়েছে সেসব এলাকার সামুদ্রিক বাস্তুসংস্থানে এর মারাত্মক প্রভাবও পড়তে পারে’ বলে মন্তব্য করেছেন তিনি।

Loading...