দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ‘ব্ল্যাক’ ছবির সফলতার পর আরেকটি যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করতে চলেছেন বিদ্যা সিনহা মিম। তবে এই ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি।
সংবাদ মাধ্যমকে ছবির পরিচালক পীযূষ সাহা বলেছেন, ‘ছবিতে মিমের অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। আপাতত ছবির নাম ‘মন কী যে বলে’ বলা হলেও তা চূড়ান্ত হয়নি। সময় হলেই সবকিছু জানতে পারবেন।’
তিনি আরও জানিয়েছেন, এখন ছবির নাম নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে ছবিটির শুটিং করার কথা রয়েছে। শুটিংয়ের আগে ছবির নাম পরিবর্তনও হতে পারে।
গত সপ্তাহেই এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বিদ্যা সিনহা মিম। এ বিষয়ে মিম বললেন, ‘কোলকাতা হতে হোয়াটসঅ্যাপে পরিচালক আমার সঙ্গে যোগাযোগ করেন। তিনি ছবিটির গল্প শোনান। গল্প শুনে ভালো লেগে যায়। এর কয়েক দিন পর ছবির পরিচালক ঢাকায় এসেছিলেন। তখন চুক্তিবদ্ধ হয়েছি।’ ছবিতে রানি চরিত্রে অভিনয় করছেন মিম। মিমের বিপরীতে অভিনয় করছেন টালিগঞ্জের অভিনেতা সূর্য।
নায়ক সূর্যের সঙ্গে পরিচয় সম্পর্কে মিম বলেছেন, তারসঙ্গে আমার পরিচয় না থাকলেও ‘সূর্যের বেপরোয়া ছবিটি দেখেছি আমি। খুব ভালো লেগেছে। ছবিতে অভিনয়, নৃত্য দুটোই দারুণ করেছেন।’
উল্লেখ্য, যৌথ প্রযোহনার এই ছবিটি বাংলাদেশ অংশে প্রযোজক টাইম ওয়ার্ল্ড মিডিয়া লিমিটেড। অপরদিকে ভারতের অংশে প্রযোজনা করছে প্রিন্স এন্টারটেইনমেন্ট।