দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ফাঁসির মঞ্চ তৈরি। জেলার ম্যাজিস্ট্রেট এমনকি জল্লাদও তৈরি রয়েছেন ফাঁসির দড়ি নিয়ে। ফাঁসির দেওয়ার ঠিক পূর্ব মুহূর্ত। এমন একটি দৃশ্যে অভিনয় করছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা নিরব।
ছবিতেই দেখা যাচ্ছে মঞ্চে কয়েদির পোশাকে দাঁড়িয়ে আছেন নিরব। আর তার সামনে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছেন জেল পুলিশসহ কয়েকজন। সেখানে উপস্থিত ম্যাজিস্ট্রেট, জেলার ও জল্লাদরাও। সবার মধ্যেই তখন এক উৎকণ্ঠা।
ঘোষণা হয়েছে, রাত ১২টা বাজলেই নিরবের ফাঁসি! পাবনার এডওয়ার্ড কলেজ শিক্ষার্থী নীলিমা ধর্ষণ এবং হত্যা মামলায় অভিযুক্ত নিরবকে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেন।
তবে উপরোক্ত ঘটনা বাস্তবে নয়, এটি একটি সিনেমার দৃশ্য। পরিচালক রফিক সিকদার পরিচালিত ‘হৃদয় জুড়ে’ চলচ্চিত্রে নিরবের ঠিক এ রকম পরিণতি দেখা যাবে। পরিচালক জানান, ‘গল্পের প্রয়োজনে এমন দৃশ্যের আয়োজন করা হয। বাকিটুকু চমক হিসেবেই রাখতে চাই।’
ফাঁসির মঞ্চ থেকে নেমে আসার পর নিরবের সঙ্গে কথা হয় সংবাদ মাধ্যমের। নিরব জানান, যদিও এটি সিনেমার দৃশ্য, তারপরেও আমাকে এমন একটি জটিল দৃশ্যের ভূমিকায় অভিনয় করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিতে হয়েছে। দৃশ্যের বাস্তবতা ফুটিয়ে তুলতে আমাকে ফাঁসির আসামি হিসেবে ভাবতে হয়েছে । যদিও এটা ছবির দৃশ্য তবে আমার মনের ভিতর একটা অন্য রকম অনুভূতি কাজ করেছে। আমি হয়তো অনুভব করেছি যে, একজন বাস্তব ফাঁসির আসামী কেমন অবস্থা হয়ে থাকে। সব প্রস্তুতি তো বাস্তব ফাঁসির আসামীর মতোই শুধুমাত্র ফাঁসিটা হয় না। ‘হৃদয়জুড়ে’ ছবিতে একসঙ্গে দেখা যাবে ঢালিউডের নিরব এবং কোলকাতার প্রিয়াঙ্কা সরকারকে।
উল্লেখ্য, ‘হৃদয় জুড়ে’ ছবিটি প্রযোজনা করছে ক্রিয়েটিভ মিডিয়া ওয়ার্ল্ড। ৭ মার্চ হতে শুরু হয়েছে ছবির শুটিং। পুরো মার্চ জুড়ে চলবে ছবির কাজ।