দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। সোমবার, ১ মে ২০১৭ খৃস্টাব্দ, ১৮ বৈশাখ ১৪২৪ বঙ্গাব্দ, ৪ সাবান ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
আজ মহান মে দিবস। আজকের এই দিনে ৮ ঘণ্টা কাজ করার দাবিতে শ্রমিক আন্দোলনের এক বিশেষ দিন।
কিন্তু এই মহান মে দিবসের যে তাৎপর্য অর্থাৎ যে কারণে এই মে দিবসের জন্ম হয়েছিলো সেই কারণটি এখনও আমাদের কাজে অজানা রয়েছে। বা জানার পর এখনও শ্রমিকদের ন্যায্য মজুরি আমরা দিতে পারছি না। সেইসঙ্গে রয়েছে শিশু শ্রমের মতো অমানবিক বিষয়টিও। আমরা জাতি হিসেবে এইসব গ্লানি থেকে যতোদিন দূরে সরে আসতে না পারবো ততোদিন আমাদের জাতিগত উন্নতি হবে না। আজকের এই ছবিটি দেখে আমাদের মনে অনেক প্রশ্ন যেমন জাগবে, তেমনি আমরা সকলেই প্রতিজ্ঞা করবো, আর কোনো শিশু শ্রম নয়, আর কোনো শ্রমের অমর্যাদাও নয়।