দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হিজাব পড়লে নারীদের কেমন লাগে সেটি আমাদের সকলের জানা। কিন্তু একজন ডিজনি কন্যা যদি হিজাব পরেন তাহলে তাকে কেমন লাগবে? দেখুন আজ।
আপনি কী কখনও হিজাব পরিহিত ডিজনি রাজকন্যাকে দেখছেন? রুপকথা গল্পের সেইসব রাজকন্যাদের দেখতে পাবেন হিজাবের লুকে।
খ্যাতিমান মালয়েশিয়ান মেকআপ আর্টিস্ট সরস্বতী তার মেকআপ দক্ষতা দিয়ে দেখেয়েছেন হিজাব পরা অবস্থায় ডিজনি রাজকন্যা। অন্যান্য চরিত্রের ভূমিকায় সেজে সত্যিই তিনি চমকে দিয়েছেন সবাইকে। অসাধারণ মেকআপ দক্ষতা দেখিয়ে এই রাজকন্যাদের ফুটিয়ে তুলেছেন সরস্বতী।
ইনস্টাগ্রামে ‘কুইন অফ লুনা’ নামে পরিচিত সরস্বতী ৩শ’র বেশি কার্টুন চরিত্র সাজের ছবি দিয়ে সাড়া ফেলে দিয়েছেন ওয়েব বিশ্বে।
দেখে নিন সরস্বতীকে ডিজনি চরিত্রদের বেশে কেমন লাগে: