দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্যামসাং আনতে চলেছে সাশ্রয়ী দামের আকর্ষণীয় নতুন মোবাইল! কম দামের নতুন এই স্মার্টফোন ‘গ্যালাক্সি ফিল’ বাজারে আনতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, নতুন এই স্মার্টফোনটি হবে খুব লো বাজেটের ফোন। জুনের মাঝামাঝি হতে নতুন এই স্মার্টফোনটি বিক্রি শুরু হবে বলে জানিয়েছে স্যামসাং।
নতুন এই স্মার্টফোনটিতে থাকবে:
৪.৭ ইঞ্চি এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে
১.৬ গিগাহার্টজ অক্টা-কোর প্রসেসর
সেইসঙ্গে থাকছে ৩ জিবি র্যাম।
নতুন এই স্মার্টফোনটিতে ছবি তোলার জন্য থাকছে ১৬ মেগা পিক্সেল রিয়ার ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ৩২ জিবি মেমোরির এই ফোনে সংযোগের জন্য রয়েছে ৪ জি ভিওএলটিই ও ব্লুটুথ ৪.২ সংস্করণ। নতুন এই স্মার্টফোনটিতে থাকবে ৩০০০ এমএএইচ লিথিয়াম ব্যাটারি। যে কারণে চার্জ থাকবে দীর্ঘক্ষণ। তবে দাম কতো রাখা হবে তা এখনও জানানো হয়নি।