দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ যৌথ প্রযোজনাসহ দেশয়ি চলচ্চিত্র নির্মাণে বর্তমান সময়ে এগিয়ে রয়েছে জাজ মাল্টিমিডিয়া। জাজের ছবি নির্মাণে এবার এগিয়ে এসেছেন খ্যাতিমান নির্মাতা কাজী হায়াৎ।
সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার যৌথ প্রযোজনার সিনেমার পক্ষে বিবৃতি দিয়েছিলেন খ্যাতিমান নির্মাতা কাজী হায়াৎ। এবার শোনা যাচ্ছে, প্রতিষ্ঠানটির হয়ে সিনেমা বানাবেন এই নির্মাতা। জাজ মাল্টিমিডিয়া হতে এ বিষয়ে জানানো হয়েছে, কিছু বন্ধ সিনেমা হল চালু করবেন তারা। তাছাড়াও বছরে অন্তত ১৮টি ছবি নির্মাণ করা হবে।
জাজের চেয়ারম্যান আবদুল আজিজ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সিনেমা হল চালুর পাশাপাশি নতুন সিনেমা হল নির্মাণও করবেন তারা। বিদেশে বাংলাদেশী ছবি এবং শিল্পীদের প্রতিষ্ঠা করা, বিশ্ব বাজারে দেশীয় চলচ্চিত্রের বাজার সম্প্রসারণ, স্থানীয়ভাবে ছবি নির্মাণ বৃদ্ধিসহ জাজের রয়েছে আরও অনেকগুলো উদ্যোগ। শীঘ্রই শাকিব খানকে নিয়ে ৩টি ছবি নির্মাণের পরিকল্পনা রয়েছে জাজ মাল্টিমিডিয়ার। কাজী হায়াৎকে দিয়ে ছবি নির্মাণ করবে জাজ। জাজ মাল্টিমিডিয়ার অধীনে আড়াশ হলে ডিজিটাল প্রজেক্টর মেশিন রয়েছে। বর্তমানে জাজ মাল্টিমিডিয়া দেশের শীর্ষ চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান।
জাজের চেয়ারম্যান আবদুল আজিজ আরও বলেছেন, সবই করা হবে দেশীয় চলচ্চিত্রের হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে।
উল্লেখ্য, কাজী হায়াৎ দাঙ্গা, ইতিহাস, দেশপ্রেমিকের মতো খ্যাতিমান ছবিগুলো নির্মাণ করেছেন।