The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বাহুবলী ২ সম্পর্কে কিছু অজানা তথ্য

সিনেমাটি বিশ্বজুড়ে ৯০০০ প্রেক্ষাগৃহে দেখানো হয়

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক ॥ এই মুহূর্তে ‘বাহুবলী ২’-এর কথা সবার মুখে মুখে। ভারতের সবচেয়ে ব্যয়বহুল ও ব্যবসাসফল এই সিনেমাটি হয়তো আপনিও দেখেছেন। এবার জেনে নিন সিনেমাটি সম্পর্কে কিছু অজানা তথ্য।

  • বাহুবলী ২-এর ক্লাইম্যাস্ক সিন করতেই খরচ হয়েছে ৩০ কোটি রূপি।
  • ৫১ কোটি রূপি সিনেমাটির টিভি স্বত্ত্ব ইতোমধ্যে বিক্রী হয়ে গেছে সনির কাছে।
  • বাহুবলী ২-তে কাজ করার জন্য নায়ক প্রভাস চার বছর অন্য কোনো ছবি করেননি।
  • সিনেমাটির আন্তর্জাতিক ভার্সনের এডিট করবেন ইনক্রেডেবল হাল্কের এডিটর ভিনেসন্ট ট্যাবাইলন।
  • বাহুবলী ২-তে অভিনয়ের জন্য প্রভাসের ওজন ৩০ কেজি বাড়িয়ে ১৫০ কেজি করতে হয়েছিল।
  • বাহুবলী ৩ নির্মাণের পরিকল্পনা রয়েছে পরিচালক রাজামৌলির।
  • সিনেমাটির ট্রেইলারটি ইউটিউবে ২৪ ঘন্টায় ৫০ মিলিয়ন বার দেখা হয়েছিল।
  • সিনেমাটি বিশ্বজুড়ে ৯০০০ প্রেক্ষাগৃহে দেখানো হয়।
Loading...