দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বুধবার, ৯ আগস্ট ২০১৭ খৃস্টাব্দ, ২৫ শ্রাবণ ১৪২৪ বঙ্গাব্দ, ১৬ জিলক্বদ ১৪৩৮ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
সত্যিই এক মনোরম দৃশ্য এটি। এটি দক্ষিণ আর্জেন্টিনায় অবস্থিত পাটাগোনিয়া হলো দেশটির সবচেয়ে এক অন্যতম বৃহৎ অঞ্চল। এমন নৈসর্গিক দৃশ্য সচরাচর দেখা যায় না।
অনায়াসে এটিকে প্রকৃতি-প্রেমীদের জন্য একটি আশ্রয়স্থল হিসাবে বর্ণনা করা যেতেবা পারে! এমন একটি অঞ্চল আপনাকে আদিম প্রাকৃতিক সৌন্দর্য্যের এক বিরল অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিতে সক্ষম তা নির্দিধায় বলা যায়।
ইতিহাস সূত্রে জানা যায়, এই পাটাগোনিয়া একসময় বিপন্ন ডাইনোসোরদের আবাসস্থল ছিল। এই অঞ্চল জুড়ে বহু স্থানে তার প্রমাণও রয়েছে ছড়িয়ে-ছিটিয়ে। ভিল্লাঈ চোকোনে হ্রদের পাশে ডাইনোসোরদের বিশালাকার পায়ের ছাপও রয়েছে। উত্তরী নেউক্যূইনে ডাইনোসোরদের প্রচুর ডিম খুঁজে পাওয়া গেছে।
এখানে পর্যটকরা আসেন এবং এর প্রাকৃতিক দৃশ্য দেখে অভিভূত হন। কারণ সত্যিই এই স্থানটিকে মনে হয় এক স্বর্গরাজ্যের মতোই।
ছবি ও তথ্য: https://bengali.mapsofworld.com এর সৌজন্যে।