The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

এবার সন্ধান মিলেছে অদ্ভুত এক টাকার গাছের!

১৭০০ বছরের পুরোনো এই গাছটি বর্তমানে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ টাকার গাছের কথা শুনলে আমরা বেশি আগ্রহী হয়ে উঠতে পারি। কারণ আমরা টাকার পিছে ছুটতে ছুটতে হয়রান হয়ে যায়। তবে এমনই একটি অদ্ভুত টাকার গাছের সন্ধান পাওয়া গেছে স্কটল্যান্ডে।

এবার সন্ধান মিলেছে অদ্ভুত এক টাকার গাছের! 1

তবে এই টাকার গাছকে কেও কেও ভুতের গাছ বলেও অভিহিত করেছেন। তাই কেও টাকার লোভে সেখানে যেতে ভয় পাচ্ছেন। এই টাকার গাছটিকে কেও যেমন বলেন যে ভূতের বাস, ঠিক তেমনি কারোর দাবি হলো, দেবতা নাকি থাকতেন ওই গাছে! স্কটল্যান্ডের ওই টাকার গাছ সম্পর্কে এমনই ধারণা লোক-মুখে শোনা যাচ্ছে। যে কারণে ১৭০০ বছরের পুরোনো এই গাছটি বর্তমানে অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে।

দেশ বিদেশের পর্যটকদের আকর্ষণের অন্যতম এই কেন্দ্রটি স্কটল্যান্ডের পিক জেলার জঙ্গলে অবস্থিত। সেখানেই রয়েছে এই গাছ। বহু পর্যটকই এখানে এসে এই গাছে কয়েন লাগিয়ে যান। বছরের পর বছর ধরে এমনই চলে আসছে। যে কারণে এই গাছে কোনও ফল নয়, দেখা যায় শুধুই কয়েন!

অনেক বিদেশী পর্যটকরাও কয়েন লাগিয়ে যান। তাই এই গাছে দেখা যায় বিভিন্ন দেশের কয়েন। অনেকেই এই গাছটিতে পূজো করেন। স্থানীয়রাও এই গাছটিকে পবিত্রতম গাছ মনে করেন। সেই কথার কথা অর্থাৎ টাকা কি গাছে ফলে? এমন কথা না ফললেও তার দেখা এখানে মেলে। আর তারই প্রমাণ স্কটল্যান্ডের এই টাকার গাছটি। আপনিও যেতে পারেন এই টাকার গাছের খোঁজে। যাবেন নাকি?

Loading...