দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী আব্দুল জব্বার আমাদের ছেড়ে চলে গেলেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (বুধবার) সকাল ৯টার দিকে তিনি রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আব্দুল জব্বারের ছেলে বাবু জব্বার সংবাদ মাধ্যমকে খবরটি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘সকাল থেকে বাবার লাইফ সাপোর্ট কাজ করছিলো না।’ সকাল ৯টার দিকে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।