দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দাবি করা হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিয়ে করার। আর সেজন্য এক মাস ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশটির এক নারী!
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিয়ের দাবিতে এক মাস ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন দেশটির এক নারী। সেজন্য ভারতের রাজধানী দিল্লির যন্তর-মন্তরে অবস্থান করছেন ওম শান্তি শর্মা নামে ওই নারী।
চল্লিশ বছর বয়সী শান্তি শর্মা ভারতের রাজস্থানের জয়পুরে বসবাস করেন। শান্তি শর্মার ২০ বছর বয়সী একটি মেয়েও রয়েছে। তবে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে তার।
নিজের বিয়ে সম্পর্কে শান্তি শর্মা বলেছেন, আমার বিয়ে হয়ে গিয়েছিল, তবে বেশিদিন সে সম্পর্ক টেকেনি। তারপর থেকে বহু বছর আমি একা একা আছি।
তাহলে নরেন্দ্র মোদিকে বিয়ে করতে চাইছেন কেনো? এমন প্রশ্নের জবাবে শান্তি শর্মা বলেছেন, আমিও একা, প্রধানমন্ত্রীও একা!
শান্তি শর্মা জানান, মোদিকে দেশের জন্য অনেক কাজ করতে হবে। আর সেই কাজে তাঁকে সহযোগিতা করতে চান শান্তি শর্মা।
তার বিয়ের বহু প্রস্তাব এসেছে। শুধুমাত্র মোদিকে বিয়ে করবেন বলে অন্যান্য বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে জানান শান্তি শর্মা।
শান্তি শর্মা জানান, মোদির সঙ্গে তার দেখা করা খুব সহজ কাজ নয়। তাই তিনি দৃষ্টি আকর্ষণের জন্যই দিল্লির যন্তর-মন্তরে অবস্থান কর্মসূচি পালন করছেন। তার বিশ্বাস তিনি সফল হবেন একদিন।