দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ শুভ সকাল। বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০১৭ খৃস্টাব্দ, ২৭ আশ্বিন ১৪২৪ বঙ্গাব্দ, ২১ মুহররম ১৪৩৯ হিজরি। দি ঢাকা টাইমস্ -এর পক্ষ থেকে সকলকে শুভ সকাল। আজ যাদের জন্মদিন তাদের সকলকে জানাই জন্মদিনের শুভেচ্ছা- শুভ জন্মদিন।
দৃশ্যটি স্পেন এর একটি প্রাকৃতিক সৌন্দর্য। সত্যিই চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্য।
স্পেন ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র। এর রাজধানী হলো মাদ্রিদ। ৫ লক্ষ ৫ হাজার ৯০০ বর্গ কিলোমিটার (১৯৪,৮৯৭ বর্গ মাইল) আয়তন নিয়ে স্পেন আয়তনের দিক হতে বিশ্বের ৫১তম দেশ।
দেশটি দক্ষিণ-পশ্চিম ইউরোপের আইবেরীয় উপদ্বীপ অবস্থিত। স্পেনের পশ্চিম দিকে পর্তুগাল ও উত্তর-পূর্ব দিকে ফ্রান্স এবং অ্যান্ডোরার সঙ্গে সংলগ্ন। দেশটির উত্তরে বিস্কাই উপসাগর, আর দক্ষিণ দিকে জিব্রাল্টার প্রণালী। প্রণালীটির দক্ষিণে মরক্কো, পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম দিকে আটলান্টিক মহাসাগর। এর পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিকে ভূমধ্যসাগর। স্পেনের গ্রামগুলো অসাধারণ প্রাকৃতিক বৈচিত্রপূর্ণ তাতে সন্দেহ নেই। অন্তত এই দৃশ্যটি দেখে সেটি বোঝা যায়। পৃথিবীর সর্বাধিক উন্নত দেশগুলোর মধ্যে এটিও একটি। বহু বছর ধরেই ভ্রমণ পিপাসু মানুষের পছন্দের গন্তব্যস্থলগুলোর মধ্যে স্পেন হলো এক অন্যতম।
ছবি: http://www.natunsomoy.com এর সৌজন্যে।