দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দলের প্রতি নিবেদিত এবং ক্যাম্প ন্যুতে আগামী মৌসুমে নিজের পূর্ণ পারফরম্যান্স দিয়ে বার্সা দলকে মাতিয়ে রাখার অঙ্গীকার করলেন নতুন আগত নেইমার। ব্রাজিলিয়ান এ সুপার স্টারকে বার্সেলোনা কিনে নিয়েছে ৫৭ মিলিয়ন ইউরো ব্যয় করে।
নেইমার আরো বলেছেন, তিনি মেসিকে সর্বোচ্চ সহযোগীতা করে যাবেন, যাতে বার্সা দলে সাফল্যের ধারা বজায় থাকে। একসাথে খেলে সফল হতে হলে সহযোগী মনভাবাসম্পন্ন হবার বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।
সেলেকাও তারকা নেইমার বলেছেন, “আমি ভালো খেলতে চাই, ভালো খেলতে সহযোগীতা করতে চাই। আমি জানি বার্সেলোনা একটি ক্লাবের চেয়েও বেশীকিছু!”
“মেসিকে বিশ্বের সেরা খেলোয়ার তকমা ধরে রাখার জন্য আমি তার পাশে খেলে যাবো অন্তঃপ্রাণ দিয়ে। আমি খুশি বার্সেলোনায় যোগ দিতে পেরে। হ্যাঁ, আমি এভাবেই বলবো, আমার একটা স্বপ্ন সত্যি হয়েছে। আমার আবেগকে ছুঁয়ে গেছে যখন আমি বার্সার জার্সি পড়েছি। স্বপ্ন সত্যি করার জন্য আপনাদের ধন্যবাদ!”
নেইমারকে রোনাল্ডো, রোমারিও, রোনালদিনহোদের সাথে তুলনা দেয়া হলে তিনি বিনয়ী গলায় বলেন, “যাদের আপনারা সেরা খেলোয়াড় বলছেন তাদের সাথে আমি নিজেকে তুলনায় নিতে চাই না। আমার এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। আমি এখানে বার্সার সাথে খেলতে এসেছি, বার্সার সাথে খেলে গৌরবের অংশীদার হতে এসেছি।”
“আমার চাওয়া খুব সামান্য। আমি কিছু গোল করতে চাই, চাই ট্রফিতে চুমু খেতে, ক্লাবের ইতিহাসে কিছু হলেও যেনো আমার অবদান থাকে।”
নেইমারকে সান্তোষ থেকে ছাড়িয়ে আনতে বার্সার খরচ হয়েছে ৫৭ মিলিয়ন ইউরো। এছাড়া বার্সার সাথে পাঁচ বছরের চুক্তিতে নেইমার পাবেন ১৯০ মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদ এর থেকে বেশী অর্থ খরচ করেও নেইমারকে কিনতে পারেনি, কারণ নেইমার বার্সাতেই যেতে চেয়েছেন সবসময়।
ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলো নেইমারের বার্সা পছন্দে সায় দিয়েছে। তাদের মতে নেইমার সঠিক ভবিষ্যৎই বেছে নিয়েছেন। মেসির সাথে খেলতে পারাটাকে তারা বলেছে, “সেরা খেলোয়াড়রা সবসময় একসাথেই খেলতে চায়।”
“মেসি তার সময়ের সেরা খেলোয়াড়। আমরা আশা করছি নেইমার-মেসি জুটি’র কিছু অসাধারণ পারফরম্যান্স আমাদের জন্য অপেক্ষা করছে।”
তথ্যসূত্রঃ গোলডটকম