The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

নেতানিয়াহুর সন্তান মদ খেয়ে বাবার কুকীর্তি ফাঁস করে দিলেন!

ওই আলাপচারিতার অডিও রেকর্ডটি অবশেষে ফাঁস করে দিয়েছে ইসরাইলি রেডিও ‘চ্যানেল ২ নিউজ’

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু মদ খেয়ে মদ্যপ অবস্থায় বাবার কুকীর্তি ফাঁস করে দিলেন!

নেতানিয়াহুর সন্তান মদ খেয়ে বাবার কুকীর্তি ফাঁস করে দিলেন! 1

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু মদ খেয়ে মদ্যপ অবস্থায় বাবার কুকীর্তি ফাঁস করে দিলেন!

সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে, এক স্ট্রিপ ক্লাব মদ্যপ অবস্থায় বের হন ইয়ার নেতানিয়াহু। এই সময় তিনি তার এক বন্ধুকে বলেন, সুবিধার বিনিময়ে এক ব্যবসায়ীর জন্য বিতর্কিত গ্যাস বিল পাস করিয়েছিলেন বাবা নেতানিয়াহু।

দুই বন্ধুর ২০১৫ সালের ওই আলাপচারিতার অডিও রেকর্ডটি অবশেষে ফাঁস করে দিয়েছে ইসরাইলি রেডিও ‘চ্যানেল ২ নিউজ’।

অডিও টেপটিতে শোনা যাচ্ছে যে, স্ট্রিপ ক্লাব মদ্যপ অবস্থায় বের হয়ে নেতানিয়াহুর ছেলে ইয়ার নেতানিয়াহু তার বন্ধুকে বলেন, তোমার বাবার সুবিধা হয় এমন একটি বিতর্কিত বিল আমার বাবা সংসদে পাস করে দিয়েছেন। নেতানিয়াহুর ছেলের বন্ধুর বাবা কোবি মায়মুন ‘গ্যাস টাইকুন’ নামেই পরিচিত।

অডিওতে ইয়ার নেতানিয়াহুকে বলতে শোনা যায় যে, আমার বাবা তোমার বাবার সুবিধার জন্য ২০ বিলিয়ন ডলারের বিল পাস করিয়েছেন। তুমি আমার জন্য ৪০০ সেকেলের জন্য লড়াই করছো?

ইসরাইলি দৈনিক হারেৎজ জানিয়েছে, ওই সময় নেতানিয়াহুর সন্তান এবং তার বন্ধুর সঙ্গে সরকারি খরচের গাড়ি ও নিরাপত্তা সদস্যও ছিল।

উল্লেখ্য, গ্যাস ব্যবসায়ীকে অবৈধ সুযোগ দেওয়ার অডিও টেপটি এমন সময় ফাঁস হলো যখন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান করছে ইসরাইলি পুলিশ এবং অন্যান্য বাহিনী।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...