দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ হলিউড অভিনেতা জিম ক্যারি তাঁর ক্যালিফোর্নিয়ার সমুদ্রের তীরের বিলাসবহুল বাড়িটি ১৩.৫ মিলিয়ন ডলারে বিক্রি করে দিলেন। এতে তাঁর ৪.৬ মিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। দুই বছর আগে এই বাড়ির দাম ধরা হয়ছিল ১৮ মিলিয়ন ডলার।
এর আগে জিম ক্যারি তাঁর বাড়িটি বিক্রির জন্য ঘোষণা দেন। তখন তিনি জানান তিনি ১৮ মিলিয়ন ডলারে বাড়িটি বিক্রি করতে ইচ্ছুক। বাড়িটির অবস্থান ক্যালিফোর্নিয়ার সমুদ্র তীর ঘেঁষা মালিবু এলাকাতে। বাড়ির ভেতর থেকে এবং বারান্দা থেকে সি-ভিউ অসাধারণ দেখতে।
২০১১ সালে “Bruce Almighty” খ্যাত অভিনেতা তাঁর বাড়ি ১৮ মিলিয়ন ডলারে বিক্রির নোটিশ দেন এবং অপেক্ষা করতে থাকেন ভালো অফারের জন্য। এর পর অবশেষে real estate website Zillow এর বরাতে জানা যায় তাঁর এই অভিজাত বাড়িটি ৪.৬ মিলিয়ন ডলার ক্ষতিতে ১৩.৫ মিলিয়ন ডলারে বিক্রি হয়ছে।
জিম ক্যারি আগেই জানতে পেরেছিলেন তিনি তাঁর বাড়ির প্রত্যাশিত মূল্য পাবেন না কারণ ২০১১ এর ডিসেম্বারেই বাড়িটির বাজার দর পড়ে যায়। তখন বাড়িটির মূল্য উঠে ১৩.৯৫ ডলার। কিন্তু অবশেষে এ বছরের ৩০ এপ্রিল এর দাম আরেক ধাপ নেমে ১৩.৫ মিলিয়ন ডলারে আসে। এই দামেই অবশেষে ক্যারি তাঁর বাড়ি বিক্রি করে দিলেন। এতে অবশ্য ২০০২ সালের ক্যারির কেনা মূল্য থেকে বেশী আছে। সে সময় তিনি এ বাড়িটি ৯.৭৫ মিলিয়নে কেনেন।
কোন সন্দেহ নেই যে সৌভাগ্যবান ব্যক্তি বাড়িটি কিনেছেন তিনি অতি বিলাসবহুল অসাধারণ একটি বাড়ির মালিক হলেন। ক্যারির বিক্রি করা ২,৮৬৬ স্কয়ার ফিটের এ বাড়িটিতে রয়েছে ৩ টি বেডরুম সাথে ৪ টি বাথরুম। বাড়িটির আভ্যন্তরীণ ইন্টেরিয়র ডিজাইনে রয়েছে স্বপ্নিল ছোঁয়া। বাড়ির বারান্দা থেকে প্যাসিফিক সাগর দেখা যায়। এতে রয়েছে গরম পানিতে গোছল করার বাথটাব সাথে সমুদ্রে সার্ফিং করে এসে বালি পরিষ্কারের জন্য আলাদা গোছলের রুম। এখানে বাড়িটির কিছু এক্সক্লুসিব ছবি আপনাদের দেখার জন্য প্রকাশ করা হল।
সূত্রঃ ইয়াহু।