The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

বিষধর সাপের মাথা হতে যেভাবে মণি বের করা হয়! [ভিডিও]

হিন্দু ধর্মে মোনষা পূজা করা হয়

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাপের মণি নিয়ে নানা গল্প রয়েছে। হিন্দু ধর্মে মোনষা পূজা করা হয়। তবে এই সাপের মণি কিভাবে বের করা হয় সেই বিষয়টি এখনও অজানা। আজ জেনে নিন কিভাবে সাপের মণি বের করা হয়।

বিষধর সাপের মাথা হতে যেভাবে মণি বের করা হয়! [ভিডিও] 1

সাপের মণি নিয়ে অনেক গল্প রয়েছে। বিষধর সাপের কাহিনী আমরা অনেক সিনেমাতে দেখেছি। তবে সাপের মণি নিয়ে নানা ঘটনা দেখা যায় সিনেমা নাটকে। তবে বাস্তবে সাপের মণি কিভাবে বের করতে হয় সেটি আমাদের অনেকের অজানা। আজ এই ভিডিও দেখে বুঝতে পারবেন কিভাবে সাপের মণি বের করতে হয়।

এক তথ্যে জানা যায়, প্রাকৃতিকভাবে সাপের মাথায় কোনো পাথর বা মণি থাকে না বা তৈরিও হয় না। সাপের বিষ একটি বিষ গ্রন্থিতে তৈরি হয় ও গ্রন্থি হতে সেই বিষ দাঁতে প্রবাহিত হয়। আবার মাঝে-মধ্যে বিষ দাঁতের মধ্যদিয়ে অতিরিক্ত হারে বেরিয়েও আসে। এই ঘটনা ঘটে সাপের দাঁতে সমস্যা দেখা দেয় দীর্ঘ সময় বিষ আটকে জমা হওয়ার কারণে।

এক সময় এই বিষ ছিটকে বেরিয়ে আসে, আবার অনেক সময় এই বিষ ছিটকে তাদের মাথায় লেগে শুকিয়ে স্ফটিকাকার ধারণ করে। তখন সেটিকেই বলা হয় ‘সাপের মণি’।

দেখুন ভিডিওটি

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...