The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

গাছে গাছে রোমাঞ্চ করুন- সাতছড়িতে

কম খরচে ভ্রমণ ও এডভেঞ্চার এক্টিভিটির জন্য বেষ্ট সাতছড়ি ন্যাশনাল পার্ক। ছাত্রদের জন্য খুবই উপযুক্ত একটি প্লানিং।

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাতছড়িতে নতুন এডভেঞ্চার এক্টিভিটি দেখে যারা পাগল হয়েছেন যাওয়ার জন্য তাদের জন্য এই লেখা। কিভাবে কম খরচে যেতে পারবেন তাই বলে দেয়া হল, ছাত্রদের জন্য খুবই উপযুক্ত একটি প্লানিং।

উদ্ভিদবৈচিত্র্যঃ

সাতছড়ি জাতীয় উদ্যানে রয়েছে প্রায় ২০০’রও বেশি গাছপালা। এর মধ্যে শাল, সেগুন, আগর, গর্জন, চাপালিশ, পাম, মেহগনি, কৃষ্ণচূড়া, ডুমুর, জাম, জামরুল, সিধাজারুল, আওয়াল, মালেকাস, ইউক্যালিপটাস, আকাশমনি, বাঁশ, বেত-গাছ ইত্যাদির বিশেষ নাম করা যায়।

জীববৈচিত্র্যঃ

এ উদ্যানে ১৯৭ প্রজাতির জীব-জন্তু রয়েছে। এর মধ্যে প্রায় ২৪ প্রজাতির স্তন্যপায়ী, ১৮ প্রজাতির সরীসৃপ, ৬ প্রজাতির উভচর। আরো আছে প্রায় ১৫০-২০০প্রজাতির পাখি। এটি বাংলাদেশের একটি সংরক্ষিত বনাঞ্চল এবং পাখিদের একটি অভয়াশ্রম। বনে লজ্জাবতী বানর, উল্লুক (Gibbon), চশমাপরা হনুমান (Langur), শিয়াল (Jackal), কুলু বানর (Macaque), মেছোবাঘ (fishing cat), মায়া হরিণ (Barking Deer) ইত্যাদি; সরিসৃপের মধ্যে সাপ; পাখির মধ্যে কাও ধনেশ, বনমোরগ, লালমাথা ট্রগন, কাঠ ঠোকরা, ময়না, ভিমরাজ, শ্যামা[২], ঝুটিপাঙ্গা, শালিক, হলদে পাখি, টিয়া প্রভৃতির আবাস রয়েছে। এছাড়া গাছে গাছে আশ্রয় নিয়েছে অগণিত পোকামাকড়, ঝিঁঝিঁ পোকা তাদের অন্যতম।

যাবেন যেভাবেঃ

সিলেট টু সাতছড়ি-
সিলেট থেকে হবিগঞ্জের ( হবিগঞ্জ এক্সপেস) বাসে করে যেতে হবে শায়েস্তাগঞ্জ। ভাড়া জন্যপ্রতি ১২০ টাকা। শায়েস্তাগঞ্জ থেকে যেতে হবে চুনারুঘাট ( লোকাল সিএনজি) ভাড়া ২০ টাকা জনপ্রতি। চুনারুঘাট থেকে যেতে হবে সাতছড়ি ন্যাশনাল পার্ক।( লোকাল সিএনজি) ভাড়া জনপ্রতি ২০ টাকা

খাওয়াঃ

দুপুরে খাওয়া-দাওয়া করতে পারবেন চুনারুঘাট বাজারে যাওয়ার পূর্বে অথবা আসার পথে হোটেল থেকে সুবিধামত দুপুরের খাবার খেয়ে নিতে পারবেন জনপ্রতি ১০০ টাকায়।

এডভেঞ্চারঃ

এডভেঞ্চার এক্টিভিটির আয়োজন করা হয়েছে। টিকেট কাউন্টারের উল্টো পাশে রাস্তার পাশেই এই এক্টিভিটি করা হয়েছে। যেখানে ১০০ টাকার বিনিময়ে যে কেউ এই রোমাঞ্চকর এক্টিভিটির অভিজ্ঞতা নিতে পারবেন।

বিঃদ্রঃ আপনার দ্বারা পরিবেশের যাতে কোনরকম ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখবেন। অপচনশীল কোন কিছু ফেলে প্রকৃতির কাছে নিজেকে অপরাধী করবেননা। পরিবেশ পরিষ্কার রাখা আমাদের দায়িত্ব।

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali