The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

জানা-অজানা: কিছু অজানা তথ্য যা আমাদের জানা দরকার

DELL কম্পিউটার কোম্পানির মালিক মাইকেল ডেল মাত্র ১৯ বছর বয়সে ১০০০ ডলার নিয়ে ব্যবসা শুরু করেছিলেন!

দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ আমাদের দৈন্দন্দিন জীবনে এমন অনেক ঘটনা ঘটে যায় যা আমাদের অজানা রয়ে যায়, সেই জানা-অজানা সব তথ্য নিয়েই আমাদের এই জানা-অজানা। আজ রয়েছে কিছু অজানা তথ্য যা জানা দরকার।

জানা-অজানা: কিছু অজানা তথ্য যা আমাদের জানা দরকার 1

 •  “level” শব্দটির অক্ষর গুলো উল্টে দিলেও তা একই থাকবে!!
 • “গ্রহরাজ” হিসেবে পরিচিত “বৃহস্পতি” গ্রহটি পৃথিবীর চেয়ে ১৩০০ গুন বড়!!
 •  ‘রিভার ডি’ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদী!!
 •  ২৪ ঘণ্টায় ছেলেরা গড়পড়তা ২০০০ শব্দ এবং মেয়েরা গড়পড়তা ৫০০০ শব্দ ব্যাবহার করে থাকে!!
 • ৯৯% লোকই যখন তাদের পাসোয়ার্ডের একটি অক্ষর ভুল করে, তখুনি সে পুরো পাসোয়ার্ড ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে ফেলে এবং পুনরায় টাইপ করে!!
 •  DELL কম্পিউটার কোম্পানির মালিক মাইকেল ডেল মাত্র ১৯ বছর বয়সে ১০০০ ডলার নিয়ে ব্যবসা শুরু করেছিলেন!!
 • E.Coli(ই.কলি)নামক ব্যাকটিরিয়ায় ডি.এন.এ.(DNA)এর দৈর্ঘ্য প্রায় ১.৫ কিমি।
 •  অগাস্ট মাসে জন্মহার অন্য সব মাসের চেয়ে বেশি?? অর্থাৎ, বিশ্বে অগাস্ট মাসেই সবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয়!!
 • জানা-অজানা: কিছু অজানা তথ্য যা আমাদের জানা দরকার 2

 • অজগর একটি শিকারকে হত্যার পর সেটি পুরোটুকু গিলে ফেলে!! বাদ দেয় না এক কানাকড়ি অংশ!!
 • অজগর সাপ একসাথে ১২টি – ৩৬টি ডিম পাড়তে পারে!!
 • তুমি এটাও পছন্দ করতে পারো
  Loading...