দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ দেশ-বিদেশে বহু হোটেল আছে। যাকে বলে আবাসিক হোটেল। এইসব আবাসিক হোটেলে থাকতে হলে হাজার হাজার এমন কী লাখ লাখ টাকা গুণতে হয়। তবে বাংলাদেশে বিশ্বের সবচেয়ে সস্তা হোটেল রয়েছে যার ভাড়া মাত্র ৩০ টাকা!
মাত্র ৩০ টাকায় আবাসিক হোটেলে থাকা যায় সে কথা শুনলে আশ্চর্য না হয়ে পারা যায় না। আমরা এক সময় শুনতাম, এমন একটি হোটেল আছে তার ‘চিৎ কাত বোর্ডিং’। ওই হোটেলের নাকি বৈশিষ্ট্য ছিলো একটি বড় রুমে গণ শোয়ার ব্যবস্থা থাকতো। আর যারা চিৎ হয়ে শুতেন তাদের ভাড়া এক রকম ছিলো। আবার যারা কাত হয়ে শুলে আরেক রকম ভাড়া। কারণ কাত হয়ে শুলে জায়গা কম লাগে তাই।
দেশ-বিদেশে বহু হোটেল আছে। যাকে আমরা বলি আবাসিক হোটেল। এইসব আবাসিক হোটেলে থাকতে হলে হাজার হাজার এমন কী লাখ লাখ টাকা গুণতে হয়। তবে বাংলাদেশে বিশ্বের সবচেয়ে সস্তা হোটেলের সন্ধান পাওয়া গেছে। এইসব হোটেলের এক রাতের জন্য ভাড়া মাত্র ৩০ টাকা!
পৃথিবীর সবচেয়ে এই সস্তা হোটেল অবস্থিত বাংলাদেশই। এবং রাজধানী ঢাকা শহরেই। বুড়িগঙ্গার পাড়ে এই হোটেল অবস্থিত। এই হোটেলটির নাম ফরিদপুর মুসলিম হোটেল। যেখানে মাত্র ৩০ টাকা দিয়ে রাত্রি-যাপন করা সম্ভব।
বেশ কিছুদিন পূর্বে কয়েকটি গণমাধ্যমে এই হোটেলের সংবাদ প্রকাশিত হয়। তারপর হতেই এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।
তবে অনেক খোঁজাখুঁজি করা হয়, বিশ্বের কোথায় এর থেকে সস্তায় রাত কাটানো মতো কোনো হোটেল রয়েছে কিনা? তবে এ পর্যন্ত সেরকম কোনো হোটেলের হদিস পাওয়া যায়নি। তবে বিশ্বে বেশ কিছু হোটেল রয়েছে ফ্রি। তবে পেইড হোটেল হিসেবে এতো কম দামের কোনো হোটেল পৃথিবীর কোথাও পাওয়া যায়নি। অর্থাৎ এই দাঁড়াচ্ছে যে, বিশ্বের সবচেয়ে কম দামের আবাসিক হোটেল এখন বাংলাদেশে!