দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ কখনও কখনও কিছু ঘটনা মানুষকে হতবাক করে দেয়। বর্তমান সময় ভিডিও গেম খেলাও অনেক সময়ই মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ভিডিও গেমের দৃশ্য নকল করতে গিয়ে এক ব্যক্তির ঘটলো অকাল মৃত্যু!
ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। ওই ঘটনাটির জন্য বন্ধুকে গুলি করে খুন করার অভিযোগে একজন পুলিশকর্মীকে গ্রেফতার করেছে ফ্লোরিডার পুলিশ। অভিযুক্তের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করা হয়েছে।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, অ্যান্ড্রু লসন নামে ওই পুলিশকর্মী প্রিয় বন্ধু অস্টিনের সঙ্গেই একই বাড়িতে ভাড়া থাকতেন। ওই দুই বন্ধুই পুলিশকর্মী ছিলেন। জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় অ্যান্ড্রু ও অস্টিন ভিডিও গেম খেলছিলেন। খেলাটি নিয়ে তৈরি হয়েছিল বেশ উত্তেজনার মুহূর্ত। খেলা শেষ হয়ে গেলেও রেশ কাটছিল না তাদের। হঠাৎই আলমারি থেকে নিজের পিস্তল বের করে খেলার ছলে তাক করে বসেন অস্টিনের দিকে। তবে পিস্তলে গুলি ভরা ছিল তা জানতেন না অ্যান্ড্রু । হঠাৎই ট্রিগারে চাপ পড়ে অস্টিনের বুকে গুলি লেগে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে তার।
এই ঘটনার পর অ্যান্ড্রু হতবাক হয়ে পরেন ও নিজেই থানায় ফোন করে পুরো বিষয়টি অবহিত করেন। পুলিশ এসে মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় এবং গ্রেফতার করা হয় অ্যান্ড্রুকে।
তদন্তকারী পুলিশ আধিকারিক আইভে জানিয়েছেন, ‘অ্যান্ড্রু ও অস্টিন দুজনেই পুলিশ হিসাবে দারুণ কাজ করতেন। এই দু’জনের মধ্যে বন্ধুত্বের সম্পর্কও ছিল গাঢ়। থাকতেনও একসঙ্গে।’
অ্যান্ড্রু ও অস্টিনের অন্য এক জন সহকর্মী বলেছেন যে, ‘অ্যান্ড্রু প্রকৃতপক্ষে ভীষণ মাথাগরম একজন মানুষ। খুব সামান্য কারণেই রেগে থাকতেন তিনি। কী কারণে এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। তদন্ত হলে আসল সত্য বেরিয়ে আসবে বলে ধারনা করা হচ্ছে।’
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।