The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

redporn sex videos porn movies black cock girl in blue bikini blowjobs in pov and wanks off.

National Geography থেকে বাছাই করা সেরা ১০টি ছবি!

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ National Geography সারা পৃথিবী থেকে সংগ্রহ করা ছবি সমূহ থেকে অসাধারণ কিছু ছবি প্রতি মাসে প্রকাশ করে, আজ ঢাকা টাইমস National Geography এর সে সব ছবি থেকে সেরা ১০টি ছবি নিয়ে এই প্রতিবেদন সাজিয়েছে!


rice-mill-worker-bangladesh_73346_990x742_Fotor_Collage_Fotor

১। বাংলাদেশী রাইস মিলঃ

rice-mill-worker-bangladesh_73346_990x742

এই অসাধারণ ছবিটি বাংলাদেশের রাইস মিল বা চালের কল এর চিত্র তুলে ধরছে, এখানে একজন শ্রমিক কর্ম ব্যস্ত সময় কাটিয়ে একটি বিশ্রাম নিচ্ছেন। তার সামনে তার কাজের হাতিয়ার রাখা, এবং চালের কলের ধান সমূহ শুকোতে দেয়া। National Geography মাসিক সেরা ছবি হিসেবে বাংলাদেশের সুন্দর এই ছবি স্থান করে নিয়েছে। ছবিটি ধারন করেছেন Pronob Ghosh

২। পুরাণ ঢাকাঃ

Screenshot_18
National Geography অনলাইন সাইটে উঠে এসেছে এই অসাধারণ ছিবিটি এতে দেখা যাচ্ছে বাংলাদেশের রাজধানী শহরের ওল্ড টাওন এলাকার রাস্তার দৃশ্য! ছবিটি ধারন করেছেন Shuvajit Das

৩। স্বাধীনতা, আনন্দ ও স্বপ্নঃ

Screenshot_1

এ ছবটি তুলেছে মার্কিন Cerrina Smith, তিনি তার ছবিতে মানুষের স্বাধীনতা, আনন্দ, স্বপ্ন, রোমান্স তুলে আনার চেষ্টা করেছেন। তিনি নিজেই ছবিতে সাবজেক্ট হয়েছেন।

৪। মৃত্যু কূপঃ

fair-venue-india_73336_990x742

ভারতীয় চিত্রকর অভিষেক নন্দির ক্যামেরায় উঠে এসেছে ভারতীয় সার্কাসের মৃত্যু কুপের এই ছবি। এটি হচ্ছে বাইকে করে খেলা দেখানোর একটি ষ্টেজ।

৫। স্লোভাকিয়ার হাঁসঃ

swans-piestany-slovakia_72973_990x742

এই ছবিটি তুলেছেন Norbert Nemes, ছবিতে অসাধারণ কিছু হাসের বিচরণ মুগ্ধ করে দিতে যথেষ্ট দর্শকদের।

৬। সুইজারল্যান্ডের গ্লাসিয়ারঃ

climbers-glacier-switzerland_72966_990x742

ছবিতে দেখা যাচ্ছে দুইজন পর্বত আরোহী গবেষক একটি গ্লাসিয়ার বেয়ে উপরে উঠছেন। অসাধারণ এই ছবিটি তুলেছেন Robbie Shone। ছবিটি সন্ধ্যার সময়ে তোলা কারণ আরোহীদের লাইটের আলো পরিষ্কার দেখা যাচ্ছে।

৭। পেঙ্গুইনের জোড়াঃ

penguin-pair-point-lockroy_72970_990x742

দুটি পেঙ্গুইন অসাধারণ ভঙ্গিমায় ধরা পড়েছে চিত্রগ্রাহকের ক্যামেরায়! ছবিটি তুলেছেন Marius Ilies। তিনি ২০১০ সালে Port Lockroy থেকে এই সাধারণ ছবিটি ধারন করেছেন।

৮। পাখির ঝাঁকঃ

starling-flock-uk_72971_990x742

এই ছবিটি ধারন করেছেন John O Neill, অসংখ্য পাখির ঝাঁক যখন উড়ে যাচ্ছে একটি যায়গা থেকে ঠিক সেই সময়ে অসাধারণ এক ক্লিকে এই ছবিটি উঠে এসেছে। কিছু পাখি আবার তারকাটায় বসে আছে।

৯। চীনের Fireworks:

fireworks-river-china_72967_990x742

ছবিতে দেখা যাচ্ছে চীনে হয়ে যাওয়া অসাধারণ এক ফায়ার ওয়ার্ক! ছবিটি তুলেছেন Andrew Crane নামের এক চিত্রগ্রাহক। এটি Xiangjiang প্রদেশের একটি উৎসবে তোলা।

১০। ফ্রি ড্রাইভারঃ

freediver-athens_72968_990x742

এই অনন্য সাধারণ ছবিটি ধারন করেছেন Dimitris Maroulakis, ছবিটি গ্রীসের এথেন্স থেকে তোলা।

সূত্রঃ National Geography

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...
sex không che
mms desi
wwwxxx
bn_BDBengali