দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মিশরের রাজধানী কায়রোর শহরতলী হতে মাটি খুঁড়ে দুই ফেরাউনের (প্রাচীন মিশরের শাসক) দুটি ভাস্কর্য উদ্ধার করেছে। এসব ভাস্কর্য প্রায় তিন হাজার বছরের পুরনো বলে প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন।
গত সপ্তাহে কায়রোর মাত্তারিয়া জেলা হতে এই ভাস্কর্যগুলো পাওয়া যায়। এলাকাটি এক সময় প্রাচীন মিশরের হেলিওপোলিস শহরের রাজধানী ছিল।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, ওই ভাস্কর্যগুলোর মধ্যে একটি উদ্ধার করা হয়েছে প্রাচীন মিশরের শাসক রামসেস-২ এর মন্দিরে প্রবেশদ্বারের সামনে হতে। ৮ মিটার উচ্চতার ওই ভাস্কর্যটি কোয়ার্টজ পাথর দিয়ে খোদাই করা। তবে ওই ভাস্কর্যটি কার তা এখনও নিশ্চিত হতে পারেননি বিশেষজ্ঞরা। তবে সেটি রামসেস-২ এর আদলে তৈরি বলে মনে করা হচ্ছে।
চুনাপাথর দিয়ে তৈরি অপর ভাস্কর্যটি সেতি-২-এর। খ্রিস্টপূর্ব ১২০০ অব্দে তিনি মিসরের শাসক ছিলেন। জার্মান এবং মিশর পরিচালিত যৌথ একটি প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে ওই ভাস্কর্য দুটি উদ্ধার করা হয়েছে।
অনুসন্ধানে অংশ নেওয়া মিশরীর দলের প্রধান আয়মান আসমায়ি সংবাদ মাধ্যমকে জানান, উদ্ধাকৃত ভাস্কর্য দুটি প্রাচীন হেলিওপোলিস শহরের গুরুত্ব তুলে ধরছে। এই শহরের অনেক বাসিন্দা এর পূজা করতো।
অনুসন্ধানকারীরা পুরো মূর্তিটি মাটির নিচ হতে তোলার চেষ্টা করছেন। এরপর সেটি অন্য জায়গায় নিয়ে সংস্কার করা হবে বলে জানিয়েছেন অনুসন্ধানে অংশ নেওয়া জার্মান দলপ্রধান আসমায়ি।