দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ তাদের শহুরে জীবন ভালো লাগে না। তাই শহর থেকে বহুদূরে মরুভূমিতে গিয়ে সংসার পাতলেন এক দম্পতি। তবে সেই সংসারে রান্নার কাজ করতে ব্যবহার করা হচ্ছে নিজেদের মল দিয়ে তৈরি গ্যাস!
মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনে থাকতেন ৩৪ বছরের হুইটনি ও ২৬ বছর বয়সী ট্রেন্ড। দু’বছর আগে শহর ছাড়ার সিদ্ধান্ত গ্রহণ করেন তারা।
২০২০ সালে উইসকনসিন থেকে ৩ হাজার ২১৮ কিলোমিটার দূরের মরুভূমিতে বাস করার সিদ্ধান্ত গ্রহণ করেন হুইটনিরা। ক্যালিফোর্নিয়ার জোশুয়া জাতীয় উদ্যানে নিজেদের ঠিকানা গড়ার উদ্যোগ গ্রহণ করেন তারা।
মরুভূমির মাঝে ২.৩ একর জমিও কিনে নেন। ২০২০ সালে যার দাম পড়ে মাত্র ৭ হাজার পাউন্ড। বাংলাদেশী মুদ্রায় যা প্রায় সাড়ে ৭ লাখ টাকার মতো।
মরুভূমির মাঝে হুইটনিদের ঘরেও জ্বলে ভীষণ আলো। গরম থেকে বাঁচতে চলে এসি। তবে কোথা থেকে আসছে এই বিদ্যুৎ? মার্কিন এই দম্পতি জানিয়েছেন যে, সৌরবিদ্যুৎও ব্যবহার করেন তারা। ওই একটা জিনিসেরই অভাব নেই এই মরুভূমিতে।
মার্কিন ওই দম্পতি রান্না করেন গ্যাস দিয়ে। সেই গ্যাস শহর থেকে আনেন না। নিজেরাই এই জৈব গ্যাস উৎপাদন করেন। শাকসবজির খোসা, ফেলে দেওয়া খাবার, এমনকি নিজেদের মল প্রক্রিয়াকরণ করে জৈব গ্যাস তৈরি করেন এই দম্পতি। আর তা দিয়েই স্টোভ ও এয়ার ফ্রায়ারে রান্নাও করেন!
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।