দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ হরতালে অগ্নিদগ্ধ মানুষের মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। গত তিন দিনে অন্তত ৪ জনের মৃত্যু ঘটেছে।
গত তিনটি হরতালে সহিংসতা ঘটনায় অন্তত ৪৪ জন অগ্নিদগ্ধ হয়েছে। এদের প্রায় সবাই ভর্তি হন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে। এদের মধ্যে যাদের অবস্থা অত্যন্ত খারাপ তাদের আইসিইউতে ভর্তি করা হয়। এদের মধ্যে গত তিন দিনে ৪ জনের মৃত্যু ঘটেছে।
গত পরশু মৃত্যুঘটে ২ জনের। গতকাল মৃত্যুঘটে ১ জনের। আজ শনিবার মৃত্যুঘটে ১ জনের। সাভারে ৩ নভেম্বর পিকেটারদের আগুনে দগ্ধ আসাদ গাজী (৩৩) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন।
এর কয়েকদিন আগে একই ঘটনায় দগ্ধ মোস্তাফিজুর রহমান নামে আরো একজন মারা যান। তিনি বিশ্বাস গ্রুপের মার্কেটিং অফিসার ছিলেন।
উল্লেখ্য, ৪ নভেম্বর ১৮ দলীয় জোটের হরতালের আগের দিন ৩ নভেম্বর রাত ১০টায় সাভারের নবীনগরে ক্যান্টনমেন্টের সামনে দিয়ে যাওয়ার সময় একটি সিএনজি চালিত অটোরিকশায় কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে সিএনজির মধ্যেই দগ্ধ হন চালক আসাদুল গাজী (৩৩), বিশ্বাস গ্রুপের মার্কেটিং অফিসার মোস্তাফিজুর রহমান মুকুল ও মোটর পার্টস ব্যবসায়ী হাসু মিয়া (৩৫)।