দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিশ্বকাপ মিশন শেষে বান্ধবিকে নিয়ে বেরিয়েছিলেন অবকাশ যাপনে। এবার ফিরেছেন বিশ্বখ্যাত আর্জেন্টাইন তারকা ফুটবলার মেসি। কিন্তু নতুন এক হেয়ার স্টাইলে!
সাধারণত তারকা খেলোয়াড়দের মধ্যে উগ্র একটা ভাব দেখা যায়। যেমন ব্রাজিলের পেলে মাঝে মধ্যে দু’একটি উগ্র কথা বলে ফেলেন। আবার আর্জেন্টিনার ম্যারাডোনাতো একবার সাংবাদিকদের ওপর হামলা করে বসেন। আবার জিনেদিন জিদানের কথা নিশ্চয়ই মনে আছে অনেকের। তিনিতো এক খেলোয়াড়কে রাগের চোটে ষাঁড়ের মতো মাথা দিয়ে গুতো দিয়ে আহত করেছিলেন। বিশ্বের বিভিন্ন নামকরা খেলোয়াড়দের মধ্যে এমন উগ্র ভাব লক্ষ্য করা যায়। কিন্তু লিওনেল মেসির বিষয়টি একেবারেই অন্যরকম। তারমধ্যে বিনয়টা সবচেয়ে বেশি। উগ্র ভাবটা নেই বলা যায়।
বিনয়ী এই খেলোয়াড় খেলার মাঠে শতভাগ সময় দিতে গিয়ে নিজের চুলের প্রতি হয়তো কেয়ার করতে সময় পান না। তাই বিশ্বকাপের পর ছুটি কাটিয়ে বার্সেলোনার অনুশীলনে যোগ দিতে আসার পর দেখা গেলো মেসিকে অন্য এক রূপে! চুলের হেয়ার স্টাইল করে অন্য এক মেসি যোগ দিয়েছেন অনুশীলনে।
ফুটবল ক্যারিয়ারে মেসি সম্ভবত এইবারই প্রথম নতুন এক হেয়ার স্টাইল নিয়ে হাজির হয়েছেন সবার সামনে। স্টাইলটি এমন তা হলো, মাথার পেছনের দিকটা মসৃন করে ছাটাই করেছেন। আবার সামনের চুলগুলো পেছনের চুলগুলোর থেকে বেশ বড় রেখেছেন। এমন স্টাইলে মেসিকে এর আগে বোধহয় কেও মেসিকে দেখেন নি।
বিশ্বকাপে আর্জেন্টিনার পর বার্সেলোনার হয়েও নিজের সেরা খেলাটা দিতে প্রস্তুত মেসি। আর তাই স্ত্রী-সন্তানকে নিয়ে ইতালিতে অবকাশযাপন শেষে ফুরফুরে মেজাজে যোগ দিয়েছেন অনুশীলনে। মেসিকে বেশ উৎফুল্ল এবং ভালো মেজাজে দেখা গেছে। সবার সঙ্গে মিশছেন আগের মতোই। পরবর্তী বিশ্বকাপে যদি মেসি থাকেন তাহলে শুধু বার্সেলোনা নয়, বিশ্ববাসী আবারও তাঁকে নিয়ে স্বপ্ন বুনবেন।