দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বরফে ৬০ ঘণ্টা থাকার পরও ৮ জন ইঞ্জিনিয়ারিং এর ছাত্র জীবিত থেকে ফিরে এসেছেন! ভারতের হিমাচল প্রদেশের কুল্লু জেলায় ১২ হাজার ফুট উপরে বরফের মাঝে তারা ঢাকা পড়েছিলেন।
টাইম্স অফ ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, বরফে ঢাকা পড়া ৮ জন ইঞ্জিনিয়ারিং এর ছাত্রকে বিমান বাহিনী তাদের রক্ষা করেছেন। ৮ জন শেষবর্ষের ইঞ্জিনিয়ারিং ছাত্র-ছাত্রী একসঙ্গে গত ৮ মার্চ পাহাড়ের চুড়ায় ভ্রমণে গিয়েছিলেন। তার তিনদিন পর সেখান থেকে সাহায্যের জন্য ‘১০০’ নাম্বারে ফোন দেওয়া হয়। তারা জানান, তাদের একজন বন্ধু অসুস্থ হয়ে পড়েছেন।
বিমান বাহিনীর কর্মীরা তাদের রক্ষা করার জন্য পাহাড়ের চুড়ায় পৌঁছালে তাদের মধ্যে ৬ জনকে বরফ দিয়ে আবৃত একটি তাঁবুর মাঝে পাওয়া যায়। সেখান থেকে তাদের রক্ষা করার পর রক্ষাকারী বাহিনী জানান, তাদের মাঝে ৫ জন সুস্থ রয়েছেন, বাকি ১ জনের জরুরি চিকিৎসার প্রয়োজন ছিল।
সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, তাদের তৈরি করা তাঁবুর উপর ৬/৭ ফিট বরফের আবরণে ঢেকে যায়। তাদের কাছে যে সকল সরঞ্জাম ছিল তা নিয়ে কোনো রকমে তারা সেখানে একে-অপরকে সাহায্য করার মাধ্যমে বেঁচে থাকেন ওই তিনদিন।