দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাছাইয়ের দৌড়ে এখন পর্যন্ত এগিয়ে থাকাদের মধ্যে একজন হচ্ছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। তিনি ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে তার মন্ত্রিসভার অর্ধেকই হবেন নারী।
গত মঙ্গলবার এক নির্বাচনী প্রচারণায় বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেছেন সাবেক মার্কিন ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন। তিনি বলেন,‘প্রেসিডেন্ট নির্বাচিত হলে আমি যে মন্ত্রিসভা গঠন করবো, সেখানে ৫০ ভাগ হবেন নারী সদস্য।’
হিলারি প্রার্থিতা বাছাইয়ে লড়াইয়ে ডেমোক্রেট দলের হয়ে লড়ছেন। এতে তারই জয়ের সম্ভবনা অনেক বেশি। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য প্রার্থী হওয়ার সুযোগ হলে তিনিই হবেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট প্রার্থী। ওই নির্বাচনে জয় পেলে দেশের প্রথম নারী প্রেসিডেন্টও হবেন হিলারি।