দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে। আগামীকাল (মঙ্গলবার) হতে রোজা শুরু। আজ (সোমবার) সন্ধ্যায় ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর এই ঘোষণা দিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি।
আজ (সোমবার) সন্ধ্যায় হিজরি ১৪৩৭ সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং ঈদ-উল ফিতরের তারিখ নির্ধারণের জন্য বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। ওই বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার ঘোষণার মধ্যদিয়ে আজ রাতেই তারাবির নামাজ আদায় করে শেষ রাতে সেহেরি খেয়ে রোজা রাখবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা।