দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সনি এক্সপেরিয়ার দু’টি নতুন মডেল এখন বাজারে পাওয়া যাচ্ছে। সনির এই এক্সপেরিয়া আর ওয়ান প্লাস ফোনটিতে রয়েছে ৫.২ ইঞ্চির টিএফটি এইচডি ডিসপ্লে। অপর সনি এক্সপেরিয়া আর ওয়ান ফোনটিতে ৫.২ ইঞ্চির টিএফটি এইচডি ডিসপ্লে রয়েছে।
সনি এক্সপেরিয়া আর ওয়ান প্লাস মোবাইল ফোনটি অ্যান্ড্রয়েড নট অপারেটিং সিস্টেমে চালিত। অন্য মোবাইল ফোনটিও অ্যান্ড্রয়েড নট অপারেটিং সিস্টেমেই চলবে।
এক্সপেরিয়া আর ওয়ান প্লাসে থাকছে ৩ জিবি র্যাম ও কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৩০ চিপসেট। অপর দিকে আর ওয়ানে রয়েছে ২ জিবি র্যাম। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪৩০ প্রসেসর ব্যবহার করা হয়েছে ফোন দুটিতে।
সেইসঙ্গে সনি এক্সপেরিয়া আর ওয়ান প্লাস মোবাইল ফোনটি ৩২ জিবি বিল্ট ইন মেমরিতে পাওয়া যাচ্ছে। মেমরি মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
সনি এক্সপেরিয়া আর ওয়ান মোবাইলটিতে রয়েছে বিল্ট ইন মেমরি ১৬ জিবি। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ১২৮ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া সম্ভব।
প্রথম ফোনটিতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের এক্সমোর সনি সেন্সর সম্বলিত ক্যামেরা। সেলফি (সামনের) ক্যামেরা ৮ মেগাপিক্সেল।
অপরটিতে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি (ফ্রন্ট) ক্যামেরা রয়েছে।