দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ২ আগস্ট, বৃহস্পতিবার থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) বসছে তিনদিন ব্যাপী ‘এফোরটেক সামার ল্যাপটপ ফেয়ার ২০১৮’। ২০তম ল্যাপটপ প্রদর্শনীতে এবার থাকছে ১টি টাইটেল স্পন্সর প্যাভিলিয়ন, ৫টি স্পন্সর প্যাভিলিয়ন, ১৪টি মিনি প্যাভিলিয়ন ও ২৭টি স্টল।
এখানে দেশীয় এবং বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তিপণ্য নির্মাতা ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলোর সর্বশেষ নতুন প্রযুক্তির পণ্য প্রদর্শন ও বিক্রয় করা হবে। মেলার প্রধান পৃষ্ঠপোষকের ভূমিকা পালন করবে এফোরটেক। এছাড়া সহকারী হিসেবে থাকবে এইচপি, ডেল, আসুস, এসার ও লেনোভো। গত রোববার সন্ধায় রাজধানীর কাওরান বাজারের বেস্ট ওয়েস্টার্ন লা ভিনচি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-
গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান আব্দুল ফাত্তাহ,
এইচপি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেইন ভূঁইয়া,
ডেল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান,
আসুস বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মো. আল ফুয়াদ,
এসার বাংলাদেশের চ্যানেল সেলস কানসালটেন্ট সাকিব হাসান ও
এক্সপো মেকারের কৌশলগত পরিকল্পনাকারী মুহম্মদ খান।
এটা মুলত ল্যাপটপ মেলা হলেও এখানে নতুন নতুন প্রযুক্তির সব ডিভাইসের দেখা মিলবে। কোম্পানিগুলো তাদের সর্বশেষ নতুন মডেলের ল্যাপটপ প্রদর্শণ করবে। এছাড়া এই উপলক্ষে নতুন কিছু ল্যাপটপের মোড়ক উন্মোচন হবে। মেলা থেকে ল্যাপটপ বা এর আনুষাঙ্গিক যন্ত্রাংশ কিনলেই পাবেন নানা ধরণের ছাড় এবং উপহার। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলার স্টলগুলো খোলা থাকবে।
এইচপি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ইমরুল হোসেইন ভূঁইয়ার বক্তব্য মতে, এইচপি মেলাতে নতুন ডিজাইন ও আপডেট পণ্য নিয়ে হাজির হবে। এছাড়া তাদের প্রচুর স্টকও রয়েছে। ল্যাপটপ কিনে পাওয়া যাবে নানা ধরনের ছাড় এবং বিভিন্ন উপহার। অন্যান্য কোম্পানীগুলোর কান্ট্রি ম্যানেজার মহোদয় তাদের কোম্পানীর নানা ধরনের পণ্যের সুবিধা তুলে ধরা হবে বলে জানান। প্রতিবারের মতো এবারো মেলার অফিসিয়াল ফেসবুক পেজে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। সেখানে যেকেউ অংশগ্রহন করে জিতে নিতে পারেন নানা ধরনের পুরষ্কার। এই ল্যাপটপ মেলায় প্রবেশ করতে ৩০ টাকা মূল্যের টিকিট সংগ্রহ করতে হবে। তবে ড্রেস পরিহিত স্কুলের শিক্ষার্থীরা তাদের আইডি কার্ড প্রদর্শন করলে তাদেরকে ফ্রী প্রবেশ করতে দেওয়া হবে। সেই সাথে প্রতিবন্ধীরাও ফ্রি প্রবেশ করতে পারবেন।
আপনি যদি ল্যাপটপ কেনার কথা ভাবেন, তাহলে এই সুযোগে আগামীকাল থেকে ৩ দিনের মধ্যেই মেলা ঘুড়ে আপনার সাধ্য এবং পছন্দমত একটি ল্যাপটপ কিনে নিতে পারেন। অথবা নতুন নতুন প্রযুক্তির সাথে পরিচিত হতেও মেলাতে ঘুড়ে আসতে পারেন।