The Dhaka Times
তরুণ প্রজন্মকে এগিয়ে রাখার প্রত্যয়ে, বাংলাদেশের সবচেয়ে বড় সামাজিক ম্যাগাজিন।

ধূমপানের ক্ষতি এড়াতে ই-সিগারেট ঔষধ সমমর্যাদা পেতে চলেছে

দি ঢাকা টাইমস্‌ ডেস্ক॥ ধূমপানের নেশা একবার যাকে ধরেছে, সে দুনিয়া ছাড়তে রাজি হলেও ধূমপান ছাড়তে রাজি নয়। তাই সম্প্রতি বাজারে ছাড়া হয়েছিল ইলেকট্রনিক সিগারেট, সংক্ষেপে ই-সিগারেট। এই ই-সিগারেটকেই এখন ঔষধ হিসেবে ব্যবহার করা হবে।


E-cigarettes

প্রকাশ্যে ধূমপান পৃথিবীর অনেক দেশে বর্তমানে নিষিদ্ধ হলেও ই-সিগারেট ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। ই-সিগারেট সেবনের পক্ষে গবেষকরা যুক্তি দিয়েছেন। তাঁদের মতে, “এই সিগারেটে নিকোটিন থাকলেও এতে সাধারণ সিগারেটের মতো অন্যান্য জীবনঘাতী ক্ষতিকর উপাদান নেই। এ সিগারেট সেবন করার সময় টার পোড়ানো ধোঁয়া বের হয় না, এটি সেবনের সময় বাষ্প হিসেবে বের হয় নিকোটিন, যার ফলে ব্যবহারকারী আসল সিগারেট সেবনের অনুভূতি পান। তাই স্বাস্থ্যের তেমন কোনো ক্ষতি ছাড়াই সিগারেট না পুড়িয়েও ই-সিগারেট সেবনে আসল সিগারেটের মতোই স্বাদ ও অনুভূতি পাবেন ধূমপায়ীরা। এর ফলে একপর্যায়ে ধূমপায়ীদের পক্ষে সিগারেট ছেড়ে দেওয়াও সম্ভব হবে।“

ই-সিগারেট সাধারণত ব্যাটারি চালিত একটি ডিভাইস এটি দেখতে আসল সিগারেটের মতই এবং এটি সেবনের সময় আসল সিগারেটের মতো বাষ্পও নির্গত হবে শুধুমাত্র এতে সাস্থের জন্য ক্ষতিকর টার থাকবেনা। এটি ব্যবহার কারিরা এটি সেবনের সময় যে বাষ্প গ্রহন করবেন তা ফুসফুসে কোন ক্ষতি করবেনা বলে ই-সিগারেট প্রস্তুতকারক প্রতিষ্ঠানের পক্ষথেকে জানানো হয়।

what-is-an-electronic-cigarette

যুক্তরাজ্যের গবেষকেরা জানিয়েছেন, ইলেকট্রনিক সিগারেট মূলত ধূমপায়ীদের ধূমপানের নেশা কমানোর ব্যবস্থা৷ ই-সিগারেটে রয়েছে একাধিক চেম্বার। এসব চেম্বারে থাকে নিকোটিনের দ্রবণ, যাকে গরম করে তোলে অন্য চেম্বারে থাকা একটি ব্যাটারি। ব্যাটারি থেকে নির্গত বিদ্যুতের স্পর্শে নিকোটিন-দ্রবণ ফুটতে শুরু করে। যে ধোঁয়া বের হয়, তাতে থাকে নিকোটিন, যা মস্তিষ্কে ধূমপানের অনুভূতি জাগায়।

image

যুক্তরাজ্যের মেডিসিন এবং হেল্‌থ রেগুলেটরি এজেন্সী (MHRA) জানায়, “তামাক দিয়ে তৈরি সিগারেট পুড়লে ধোঁয়ার সঙ্গে যে হাইড্রোকার্বন ও রাসায়নিক মেশে, তা বিপজ্জনক। এমনকি তা থেকে ক্যানসারও হতে পারে। সিগারেট থেকে নির্গত কার্বন-মনোক্সাইড ফুসফুসের জন্য ক্ষতিকর। কিন্তু ই-সিগারেটে সহনীয় নিকোটিন শরীরে কম ক্ষতি করে।“

এরই মাঝে যুক্তরাজ্যের স্বাস্থ্য অধিদপ্তর থেকে ই-সিগারেটকে আরও স্বাস্থ্য সম্মত করে তৈরি করার নির্দেশ প্রদান করা হয়ছে প্রস্তুতকারী প্রতিষ্ঠানদের।

তথ্য সূত্রঃ নিউজ স্কাই

তুমি এটাও পছন্দ করতে পারো
Loading...