দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাইবার হামলা থেকে নিরাপদ নয় ওয়েবক্যামও। অজান্তেই ওয়েবক্যামে ব্যবহারকারীর ছবি তুলছে হ্যাকাররা। এসব ছবি পরে বিক্রি করে যথেষ্ট আয়ও করছে তারা। এমন খবরে প্রযুক্তি বিশেষজ্ঞরাও চিন্তিত।
খুব বেশি না হলেও এরই মধ্যে এ ধরনের বেশ কিছু ঘটনা ঘটছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের দাতব্য সংস্থা চাইল্ডনেট ইন্টারন্যাশনাল।
জানা গেছে, ওয়েবক্যামের নিয়ন্ত্রণ নিতে হ্যাকাররা ক্ষতিকর মেলওয়্যার ভাইরাস রিমোট এক্সেস ট্রোজান (আরএটি) দিয়ে আক্রমণ চালায়। বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করার সময় ব্যবহারকারীদের অজান্তেই এসব ভাইরাস কম্পিউটারে ঢুকে পড়ে। পরে ওয়েব ক্যামেরায় ধারণ করা ছবি হ্যাকারের কাছে পাঠিয়ে দেয় আরএটি।
চাইল্ডনেট ইন্টারন্যাশনাল এ ক্ষেত্রে ওয়েবক্যাম ব্যবহারে কিছু সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছে। এর মধ্যে ল্যাপটপ বা কম্পিউটারে অন্য কাজ করার সময় ওয়েবক্যামের সংযোগ বিচ্ছিন্ন রাখা, প্রয়োজনে ওয়েবক্যাম ঢেকে রাখা এবং উঠতি বয়সী তরুণীদের শোবার ঘরে ওয়েবক্যাম না রাখার ওপর তারা জোর দিয়েছে বেশি।
সূত্র : বিবিসি