দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ ইসলামী ছাত্র শিবির গত পরশু এক বিবৃতির মাধ্যমে আজ রবিবার সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের যে ডাক দিয়েছিল তা স্থগিত করেছে।
সরকারকে ৭২ ঘণ্টা সময় বেঁধে দিয়ে আজ রবিবারের হরতাল স্থগিত করেছে ইসলামী ছাত্রশিবির। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সসহ বিভিন্ন পরীক্ষার কারণে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল স্থগিতের সিদ্ধান্ত নেয় সংগঠনটি। গ্রেফতারকৃত নেতাদের মুক্তি ও নিখোঁজ নেতাদের সন্ধানের দাবিতে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে এ হরতালের হুমকি দিয়েছিলো শিবির। তবে ৭২ ঘন্টার মধ্যে সরকার তাদের দাবি না মানলে ২ জুলাই থেকে হরতালসহ কঠোর কর্মসূচি দেয়া হবে বলে গতকাল শনিবার দলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এদিকে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল শনিবার রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিক্ষোভ মিছিল করেছে ছাত্রশিবির।