দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সাধারণত চুলের নির্দিষ্ট স্টাইল ঠিক রাখার জন্য আমরা হেয়ার স্প্রে ব্যবহার করি। এর ফলে আমাদের চুলের নির্দিষ্ট স্টাইলটি দীর্ঘস্থায়ী হয়। আপনি কি জানেন, এই হেয়ার স্প্রের এমন কিছু ব্যতিক্রমী ব্যবহার রয়েছে যা আপনাকে অবাক করবে? তাহলে চলুন আজ হেয়ার স্প্রের কিছু ব্যতিক্রমী ব্যবহার সম্পর্কে জেনে নিই।
১। জুতার পলিশ দীর্ঘস্থায়ী করতেঃ
জুতার রং ঠিক রাখতে মাঝে মাঝেই জুতা পলিশ করাতে হয়। তবে কিছুদিনের মধ্যেই সেই পলিশ উঠে আবার আগের অবস্থায় ফিরে যায়। তবে আজ থেকে জুতা পলিশের পরপরই পালিশের উপর হেয়ার স্প্রে করে দিন। তাহলে জুতার পলিশ দীর্ঘস্থায়ী হবে।
২। চুলে হেয়ার চকের রং দীর্ঘস্থায়ী করতেঃ
এই ফ্যাশনের যুগে আমরা চুলে নানা স্টাইল করে থাকি। মাঝে মাঝে চুলে নানা রংয়ের স্টাইল করতে হেয়ার চক ব্যবহার করা হয়। তবে এই রং বিভিন্ন কারণে দ্রুত ঝরে যায় বা হালকা হয়ে যায় (যদিও এটি স্থায়ী কোন রং নয়)। তবে এই রং হালকা হয়ে যাওয়া বা ঝরে যাওয়া থেকে রক্ষা পেতে চুলে হেয়ার চক লাগানোর পর তার উপর হেয়ার স্প্রে করে দিন। তাহলে এই রং ঝরে না গিয়ে বা হালকা না হয়ে দীর্ঘ সময় থাকবে।
৩। পোকা মাকড় তাড়াতেঃ
কোন কাজ করার সময় যদি কোন পোকামাকড় বিশেষ করে মশা, মাছি বা তেলাপোকা ইত্যাদি জালায়, তবে মারাত্মকভাবে বিরক্তবোধ হয়। হাতের কাছে তেমন কিছু নেই এইগুলোকে তাড়ানোর জন্য? কোন চিন্তা না করে একটু হেয়ার স্প্রে করে দিন ওরা আর আপনাকে জালাবে না।
৪। নেইল পলিশ দীর্ঘস্থায়ী করতেঃ
নেইলপলিশ নেওয়ার পর দেখা যায় কিছুক্ষণ পরই তা উঠতে শুরু করে। এই সমস্যা থেকে সমাধান পেতে নেইলপলিশ নেওয়ার পর তার উপর হেয়ার স্প্রে করে দিন। তাহলে নেইলপলিশ দীর্ঘক্ষণ উঠবে না।
৫। ফুলকে তাজা রাখতেঃ
অনেক সময় রাতের কোন অনুষ্ঠানের জন্য সকালেই ফুল কিনতে হয়। কিন্তু রাতে দেখা যায় ফুলের অবস্থা নাজেহাল হয়ে গেছে। কারণ ফুল গাছ থেকে তোলার পর দীর্ঘ সময় রাখার কারণে এর সজিবতা নষ্ট হয়ে যায়। তবে হেয়ার স্প্রে আপনার এই সমস্যার সমাধান দিতে পারে। ফুল ক্রয়ের পর বাসায় এনে এর উপর হেয়ার স্প্রে করে দিন, তাহলেই সমস্যা সমাধান। এখন এই ফুল দীর্ঘ সময় ধরে সজিব থাকবে।
৬। লিপস্টিকের দাগ তুলতেঃ
কাপড়ের কোথাও লিপস্টিকের দাগ লাগলে সেখানে হেয়ার স্প্রে করে কিছুক্ষণ রেখেদিন তারপর টিস্যু বা নরম কাপড় দিয়ে দাগ তুলে ফেলুন।