দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জীবনের নানা পর্যায়ে আমরা নিজের ব্যবহার করা বিভিন্ন জিনিস অন্যদের ব্যবহার করতে দিই। অর্থাৎ একজনের ব্যবহার করা জিনিস আমরা ভাগাভাগি করে ব্যবহার করি। আপনার ব্যবহার করা সব জিনিসই কি অন্যদের ব্যবহার করতে দেওয়া উচিৎ?
মনে রাখবেন এটা আমাদের যতটা উপকার করে তার থেকে বেশি ক্ষতি করে থাকে। আজ আমরা জানবো নিজের ব্যবহার করা কোন জিনিসগুলো অন্যদের ব্যবহার করতে দেওয়া উচিৎ নয়।
১। ইয়ারফোনঃ
কানের মধ্যে সর্বদা নানা ধরনের জীবাণুর বসবাস। আপনার ব্যবহার করা কোন ইয়ারফোন যদি অন্য কেউ ব্যবহার করে, তবে তার কানের নানা জীবাণু ইয়ারফোনের মাধ্যমে আপনার কানে সংক্রমণ ঘটাতে পারে। তাই নিজের ব্যবহার করা ইয়ারফোন অন্যদের ব্যবহার করতে না দেওয়ায় ভাল।
২। কানের দুলঃ
সাধারণত মেয়েরা বিভিন্ন অনুষ্ঠানে যাওয়ার সময় অন্যের কোন সুন্দর কানের দুল থাকলে, তা ব্যবহার করতে পছন্দ করেন। কিন্তু আপনার দুল যদি অন্য কেউ ব্যবহার করে, তবে তার কানের ছিদ্রের নানা জীবাণু এমনকি বিভিন্ন সংক্রামক রোগও বহন করে আনতে পারে। তাই নিজের ব্যবহার করা কোন কানের দুল অন্যকে দিবেন না।
৩। লিপস্টিক বা লিপজেলঃ
আপনার ব্যবহার করা লিপস্টিক বা লিপজেল যখন অন্য কেউ ব্যবহার করে, তখন সেই লিপস্টিকে বা লিপজেলের সাথে নানা ধরণের জীবাণু চলে আসে। আর যখনি সেই লিপস্টিক বা লিপজেল আপনি ব্যবহার করবেন, তখন আপনার ঠোটের রক্তনালীগুলো তা সহজেই আপনার সারা শরীরে পৌছে দিয়ে মারাত্মক ক্ষতি করতে পারে।
৪। সাবানঃ
আমরা অনেকেই গোসলের পর ভাল ভাবে সাবান না ধুয়ে রেখে দিই। এর ফলে ওই সাবান ব্যবহারকারির শরীরের নানা জীবাণু সাবানে লেগে থাকে। তাছাড়া সাবান ভেজা অবস্থায় রেখে দিলে জোবাণুগুলো সক্রিয় থাকে। ফলে সেই সাবান আপনি যখনি ব্যবহার করবেন তখন আপনার শরীরে সেই জীবাণুগুলো বাসা বাঁধতে পারে। তাই নিজের সাবান নিজেই ব্যবহার করুন বা ভাল ভাবে ধুয়ে শুকনা জায়গায় রাখুন।
৫। টাওয়েল বা গামছাঃ
আপনার ব্যবহার করা টাওয়েল বা গামছা কখনই অন্যকে ব্যবহার করতে দেওয়া উচিৎ নয়। কারণ খুব সহজেই অন্যের শরীরের বিভিন্ন রোগ জীবাণু এর মাধ্যমে আপনার শরীরে স্থানান্তরিত হতে পারে।
৬। পানির পট বা গ্লাসঃ
আপনার ব্যবহার করা পানির পট বা গ্লাস অন্যদের ব্যবহার করতে দেওয়া উচিৎ নয়। কারণ তার মুখের নানা জীবাণু এই পট বা গ্লাসের মাধ্যমে আপনার মুখে সংক্রমণ হতে পারে।
তাই আজ থেকে নিজের লাইফস্টাইলে কিছুটা পরিবর্তন নিয়ে আসুন। আপনার সমস্যাটা অন্যদের আন্তরিকতার সাথে বুঝিয়ে বলুন। তাহলে আপনার সম্পর্কটাও ঠিক থাকবে সেই সাথে নানা ধরণের রোগ জীবাণু থেকে রক্ষা পাবেন।