দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ সৌদি আরব নাকি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করছে- এমন একটি খবর এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম। স্যাটেলাইটে নাকি এমন কিছু ছবিও পাওয়া গেছে।
সৌদি আরব নাকি বিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরি করছে- এমন একটি খবর এখন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের শিরোনাম। স্যাটেলাইটে নাকি এমন কিছু ছবিও পাওয়া গেছে।
খবরে বলা হয়েছে, সৌদি আরবের অভ্যন্তরে এক সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া যায় স্যাটেলাইটের ছবিতে। ছবি বিশ্লেষণ করে এমনটিই দাবি করেছেন মার্কিন বিশেষজ্ঞরা।
ক্যালিফোর্নিয়ার মিডলবারি ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের ক্ষেপণাস্ত্র বিশেষজ্ঞ জেফ্রে লুইস স্যাটেলাইটে পাওয়া ওইসব ছবিগুলো নিবিড়ভাবে পর্যালোচনা করেছেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদ হতে ২৩০ কিলোমিটার দূরে আল দাওয়াদমি শহরের কাছে ওই সামরিক ঘাঁটির সন্ধান পাওয়া যায়। ইতিপূর্বে ২০১৩ সালে প্রথম প্রতিরক্ষা বিষয়ক সাপ্তাহিক ম্যাগাজিন জেন ওই ঘাঁটিটি সনাক্ত করে।
ওয়াশিংটনে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্রাটেজিক স্টাডিজের ক্ষেপণাস্ত্র বিষয়ক বিশেষজ্ঞ মাইকেল ইলিম্যানও স্যাটেলাইটের ওই ছবিগুলো পরীক্ষা-নিরীক্ষা করে বলেছেন, ছবিগুলো দেখে মোটামুটিভাবে বোঝা যাচ্ছে ওই অবকাঠামোটি হচ্ছে ব্যাপক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র কর্মসূচির।
তবে এই স্যাটেলাইটে পাওয়া ছবি ও বিশেষজ্ঞদের মন্তব্যের বিষয়ে রিয়াদ বা ওয়াশিংটনে অবস্থিত সৌদি দূতাবাসের কোনো কর্মকর্তার বক্তব্য এখনও পাওয়া যায়নি।