দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ অভাবে সংসার চলে। তার উপর রয়েছে ঋণের বোঝা। তাতে কী? একসঙ্গে ১০ লক্ষ টাকা হাতের নাগালে পেয়েও ফিরিয়ে দিলেন এর মালিককে। ঘটনাটি ঘটেছে ভারতে।
অটো চালিয়ে ওই ব্যক্তি দৈনিক আয় করেন মাত্র ৫০০ টাকা। ওই অটো কিনতে গিয়েই মাথার উপর চেপে রয়েছে বড় অঙ্কের ঋণের বোঝাও। বাধ্য হয়েই দুই সন্তানের পড়াশোনা চালানোর জন্য শেষ পর্যন্ত শ্রমিকের কাজ করতে হয় তার স্ত্রীকেও।
তা সত্ত্বেও অটোর মধ্যে পাওয়া ১০ লক্ষ টাকার ব্যাগ ফিরিয়ে দিলেন তেলঙ্গানার এক অটো চালক। ওই অটো চালকের নাম জে রামালু বলে জানা গেছে।
সংবাদ মাধ্যম সূত্রের খবর, প্রসাদ এবং কিশোর নামে দুই ব্যক্তি রামালুর অটোতে ভুল করে নগদ ১০ লক্ষ টাকার একটি ব্যাগ ফেলে রেখে চলে গিয়েছিলেন। রামালু জানিয়েছেন, ব্যাগটি খুলে অতো টাকার নোট এক সঙ্গে দেখে তিনি প্রথমেতো কিছুটা ঘাবড়েই গিয়েছিলেন।
সঙ্গে সঙ্গেই সেকেন্দ্রাবাদের জুবিলি বাসস্ট্যান্ডের অটো স্ট্যান্ড হতে তিনি পড়িমড়ি অটো চালিয়ে ফেরত আসেন গাচিবোলি এলাকায়, যেখানে ওই দুই যাত্রী অটো হতে নেমে যান।
অটো নিয়ে ওই অঞ্চলে পৌঁছে রামালু দেখেন যে, ওই দুই ব্যক্তি স্থানীয় পুলিশের কাছে সাহায্য চাইছেন এবং ওই ব্যাগটি খুঁজে দেওয়ার জন্য কাকুতি করছেন। তখন ওই পুলিশ কর্তাদের উপস্থিতিতেই টাকা ভরা ব্যাগটি ওই দুই ব্যক্তির হাতে ফিরিয়ে দেন রামালু। রামালুর সততায় খুশি হয়ে তাকে ১০ হাজার টাকা উপহারও দিয়েছেন ওই দুই ব্যক্তি। তবে তাকে বিশেষভাবে ধন্যবাদ জানানো হয়েছে কারণ আজকাল এমন সৎ ব্যক্তিদের সাধারণ চোখে পড়ে না।