দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি এই সংক্রান্ত একটি নির্বাহী আদেশও জারি করেছেন।
বিবিসির খবরে বলা হয়, দেশটির কম্পিউটার নেটওয়ার্ককে ‘বিদেশী প্রতিপক্ষ’ হতে সুরক্ষার জন্য তিনি এই জরুরি অবস্থা ঘোষণা করেন।
যারা বিদেশী টেলিকম ব্যবহার করেন তাদের জন্য এটি কার্যকর হবে। তবে আদেশে মার্কিন প্রেসিডেন্ট এই বিষয়ে নির্দিষ্ট কোনো কোম্পানির নাম উল্লেখ করেননি।
তবে বিশ্লেষকরা বলেছেন, চীনের টেলিকমিউনিকেশনস জায়ান্ট হোয়াইয়েকে বিশেষভাবে টার্গেট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।