দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ প্রাণঘাতি করোনা ভাইরাসে প্রতিদিন বিশ্বের হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। প্রতিদিন আক্রান্ত হচ্ছেন অসংখ্য মানুষ। এবার করোনাকে এক হাত দেখালো এক নবজাতক। করোনা জয়ের রেকর্ড গড়লো নবজাতক।
প্রাদুর্ভাব শুরুর পর ২৬ লাখের বেশি আক্রান্ত মানুষের ১ লাখ ৮৪ হাজারের বেশি মারা গেছে ইতিমধ্যেই। তবে কিছু ভালো খবরও পাওয়া যাচ্ছে মাঝে মধ্যেই। শতবর্ষী অনেক রোগীর আরোগ্য লাভের পর এবার এক নবজাতকের করোনা জয়ের খবর পাওয়া গেছে।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী জানা যায়, জন্মের পরপরই করোনায় আক্রান্ত হয় থাইল্যান্ডের মাত্র এক মাস বয়সী এক শিশু। শিশুটিকে বাঁচানো যাবে কিনা তা নিয়ে আশঙ্কা তৈরি হয় খোদ চিকৎসকদের মধ্যে। তবে বিশ্বের সবচেয়ে কম বয়সী হিসেবে মহামারি করোনাকে হারানোয় ওই নবজাতকের নাম উঠেছে বিশ্ব রেকর্ডের খাতায়।
শিশুটিকে ইতিমধ্যেই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যে শিশুরোগ বিশেষজ্ঞ ওই নবজাতকের চিকিৎসা করেছেন তিনি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে, প্রাণঘাতি করোনা থেকে আরোগ্য করে তুলতে ওই শিশুটির জন্য তিনি ৪টি অ্যান্টিভাইরাল ওষুধের ব্যবহার করেছিলেন। যার ফল ইতিবাচক হয়েছে।
রাজধানী ব্যাংককের বামরাসনারাদুরা সংক্রামক রোগ ইনস্টিটিউটের ওই চিকিৎসকের নাম হলো বিশাল মুলাসারত। তিনি বলেন, ‘শিশুটির চিকিৎসার জন্য ব্যবহৃত কৌশলটি ছিল তাকে প্রথম ১০ দিন ওষুধ দেওয়া। আমরা প্রতিদিন তার স্বাস্থ্য পরীক্ষা করেছি ও ওষুধ দেওয়ার তিন থেকে পাঁচ দিন পর তার এক্স-রে করা হলে ধীরে ধীরে সুস্থ হওয়ার লক্ষণ দেখা দেয়।’
জানা যায়, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ থাইল্যান্ডে এ পর্যন্ত ২ হাজার ৮২৬ জন করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৪৯ জন মারা গেছেন। তবে আশাব্যঞ্জক খবর হলো আক্রান্ত ২৮০০ এর বেশি রোগীর মধ্যে ২ হাজার ৩৫২ জন রোগী চিকিৎসা শেষে সুস্থও হয়েছেন। অর্থাৎ প্রায় ৮৪ শতাংশ রোগীই বর্তমানে সুস্থ্য।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।