দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ ব্রিটিশ এশিয়ান সাপ্তাহিকের জরিপে পাঠকরা ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছরের ইতিহাসে অমিতাভ বচ্চনকে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে মনোনীত করেছেন। সংবাদপত্রটি ভারতীয় চলচ্চিত্রের ১০০ বছর উপলক্ষে ভারতীয় ছবির ১০০ জন অভিনেতা-অভিনেত্রী বাছাই করতে এক পাঠক জরিপ চালায়।
অসংখ্য চলচ্চিত্র পুরষ্কার বিজয়ী ভারতীয় ছবির জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। ভারতীয় ছবির জগতে বলিউডে ৭০ ঊর্ধ্ব অমিতাভের বর্তমানে ৪০ বছর হয়ে গেল। এ দীর্ঘ সময়ে তিনি ভারতীয় চলচ্চিত্র জগৎ কে উপহার দিয়েছেন অসংখ্য সুপার হিট ছবি। অমিতাভের অভিনীত উল্লেখযোগ্য সুপার হিট ছবির মাঝে রয়েছে “Sholay” “Deewar” “Coolie” এর মত ছবি সমূহ। অমিতাভ শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তিনবার। তিনি ভারতীয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন যথাক্রমে অগ্নিপথ‘,’হাম‘ ও “পা” ছবির জন্য। এছাড়া অভিনেতা অমিতাভ চলচ্চিত্রের পাশাপাশি ভারতীয় টেলিভিশনেও সমান জনপ্রিয়তা পেয়েছেন তার উপস্থাপনার কুইজ রিয়েলিটি শো ‘Kaun Banega Crorepati‘এর জন্য। অমিতাভ ভারতীয়দের মাঝে প্রথম কোন ব্যক্তি যার মোমের মূর্তি মাদাম তুসো যাদুঘরে স্থান পেয়েছিল।
ভারতীয় ছবির ১০০ জন অভিনেতা অভিনেত্রীর বাছাইয়ের এ জরিপ করা হয় সামাজিক মিডিয়ার মাধ্যমে দর্শকদের ভোট গ্রহন করে, অভিনেতাদের মুক্তিপ্রাপ্ত ছবির বক্স অফিস হিট হিসেবে এবং ছবিতে অভিনয় শৈলীও বিবেচনা করা হয়।
এ জরিপে অমিতাভের প্রথম হওয়ার পাশাপাশি দ্বিতীয় স্থানে আছেন কালজয়ী অভিনেতা দিলীপ কুমার এবং শাহরুখ খান রয়েছেন তৃতীয় স্থানে।
এদিকে মাধুরী দীক্ষিত এ তালিকাতে নারীদের মাঝে প্রথম স্থানে আছেন, এবং সামগ্রিকভাবে আছেন চতুর্থ অবস্থানে।
মাধুরী এ তালিকায় চতুর্থ হওয়াতে সাংবাদিকদের বলেন, “ আমি এ তালিকাতে নিজের অবস্থান দেখে গর্বিত, পাশাপাশি আমি ভারতীয় ছবির উত্তর উত্তর সাফল্য দেখেও নিজে অনেক গর্বিত আশা করছি ভারতীয় ছবি আরও এগিয়ে যাবে।”
“আমি নারীবাদী নই। তবে আমি স্বাধীন এবং শক্তিশালী একজন নারী, যেমনটা নারীদের হওয়া উচিত”, বললেন মাধুরী দীক্ষিত। ৪৬ বছর বয়সী এ অভিনেত্রী আরো মনে করেন, নারীদের যে উন্নতি হচ্ছে চলচ্চিত্রে তার প্রতিফলন ঘটছে। বিভিন্ন সময় বলিউডের চলচ্চিত্রে শক্তিশালী চরিত্রে অভিনয় করছেন এ নাচের রানী ও কোটি কোটি ভক্তের মনের রানী মাধুরী।
এবার চলুন জেনে নেয়া যাক ভারতীয় ছবির ১০০ জন অভিনেতা অভিনেত্রীর বাছাইয়ের এ জরিপে প্রথম ১০ জনের নাম! ১। অমিতাভ বচ্চন ২। দিলিপ কুমার ৩। শাহরুখ খান ৪। মাধুরী দিক্ষিত ৫।রাজ কাপুর ৬। নার্গিস ৭। দেভ আনন্দ ৮। ওয়াহিদা রহমান ৯। রাজেশ খান্না ১০। শ্রী দেবী ।
যদিও বলিউডের বর্তমানের জনপ্রিয় অনেক তারকাকে তাঁদের ভক্তরা এ তালিকার প্রথম ১০জনের মাঝে দেখতে পাবেন বলে আশা করেছিলেন কিন্তু সবার স্থান সেরা দশে হতে পারেনা, বলিউডের অন্যান্য উল্লেখযোগ্য জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের এ তালিকায় অবস্থান সমূহ, সালমান খান(১১); আমীর খান(১৪); ধর্মেদ্র(১৫); হেমা মালিনী (১৮); মধুবালা (২৪); কাজল (৩০); ঋত্বিক রোশন(৩২); রানী মুখার্জী (৩৮); কারিনা কাপুর(৪৩); সাইফ আলী খান(৫৯); প্রিয়াঙ্কা চোপড়া(৮৬); ক্যাটরিনা কাইফ(৯৩)।
সূত্রঃ দি টাইমস অফ ইন্ডিয়া।