দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ। তাঁর অভিনয় শৈলি দিয়ে লক্ষ-কোটি দর্শকদের মন জয় করেছেন। এবার রিয়াজকে দেখা যাবে নতুন বিজ্ঞাপনে।
এবার নতুন এক বিজ্ঞাপনচিত্রে পারফরম করলেন চিত্রনায়ক রিয়াজ। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় ইউনিসেফের একটি বিজ্ঞাপনে মডেল হন রিয়াজ। শিশুদের ভিটামিন ‘এ’ খাওয়ানোর ওপর গুরুত্বারোপ করে বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে বলে জানিয়েছেন তিনি।
নতুন ওই বিজ্ঞাপন বিজ্ঞাপন চিত্র সম্পর্কে রিয়াজ বলেন, করোনার এই সময়টিতে সচেতনতার কোনো বিকল্প নেই। সে কারণে কাজ করার আগেই জেনে নিয়েছি, কী ধরনের সচেতনতা থাকছে শুটিং ইউনিটে। এরপর নিরাপদ মনে হওয়ায় কাজটি করেছি। তিনি আরও বলেন, শিশুদের জন্য ভিটামিন ‘এ’ খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। প্রত্যেক বাবা-মাকেই এই বিষয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। বিজ্ঞাপনটিতে এই বিষয়গুলোই ফুটিয়ে তোলা হয়েছে। বেশ গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে এই বিজ্ঞাপনে।
এই বিজ্ঞাপনটি নির্মাণ করছেন মাহফুজুল হক আশিক। সম্প্রতি রাজধানীর অদূরে পূবাইলে এর শুটিংও হয়েছে। খুব শীঘ্রই সিনেমার শুটিংও শুরু করবেন রিয়াজ। আগামী অক্টোবর মাসের মাঝামাঝিতে দীপঙ্কর দীপনের অপারেশন সুন্দরবন সিনেমার শুটিং শুরু কথা রয়েছে। এতে তিনি অভিনয় করছেন একজন র্যাব অফিসারের ভূমিকায়। সুন্দরবন হতে জলদস্যু মুক্ত করার অভিযান নিয়ে ছবির গল্প চিত্রায়িত হয়েছে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।