দি ঢাকা টাইমস্ ডেস্ক॥ অবিশ্বাস্য হলেও সত্যি ইংল্যান্ডের ওয়েলস শহরের কেন্দ্রের কাছাকাছি পাবলিক রাস্তার পাশেই ২০টিরও বেশী টবে গাঁজা গাছ শহরের সৌন্দর্য বর্ধনের জন্য রাখা ফুলের টবে রোপণ করা হয়েছে। ধারণা করা হচ্ছে সেখানেই গাঁজার চাষ করে যাচ্ছিলেন একটি অপরাধী চক্র!
পাবলিক যায়গায় সবার সম্মুখে সাধারণের চোখে অভাবনীয় কায়দায় ধুলো দিয়ে কিছু অসাধু চক্র রাস্তার পাশে রাখা ফুল গাছের টবে গাঁজার চাষ করে আসছিলেন! বিষয়টি সর্বপ্রথম নজরে আসে দুজন ব্যবসায়ীর! সাধারণ জনগন গাঁজা গাছে ফুটে থাকা সুন্দর ফুলের দৃশ্য উপভোগ করছিলেন এছাড়া অনেকেই সবুজ গাঁজা গাছের এবং ফুলের ছবি তুলছিলেন। যাই হোক এসব উৎসব এবং উৎসুক মানুষের ভিড় ও আগ্রহ বেশীক্ষণ স্থায়ী হয়নি! কারণ স্থানীয় প্রশাসন এসে তদন্ত করে দেখেন এসব গাছ কোন সাধারণ ফুলের গাছ নয় এসব চাষ নিষিদ্ধ গাঁজা গাছ!
অনেকেই নানান ধারণা ও মতা মত দিচ্ছেন কেউ কেউ বলছেন এ গাঁজার গাছ এখানে কাউ লাগায়নি! এসব গাছের বীজ আগে থেকে টবের কম্পস্টে ছিল! ফলে পরবর্তীতে এসব বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছের জন্ম হয়! ঘটনা যাই হোক নিউপোর্ট সিটি কাউন্সিল এরই মাঝে বিস্তারিত তদন্তে নেমেছেন কিভাবে এখানে এসব বে-আইনি গাঁজার গাছ এলো! তদন্তের স্বার্থে রাস্তার পাশের সিসিটিভি ক্যামেরার ধারন করা ছবি সমূহের রিভিউ করছেন বলে তদন্ত সংস্থা জানিয়েছেন।
সূত্রঃ theverge.com