দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ চ্যানেল আইয়ে ঈদের রাত সাড়ে ১১টায় ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাড়ি’ প্রচারিত হবে।
এই চলচ্চিত্রটির কাহিনী এমন: চার ভাইবোনের মধ্যে এক ভাই এক বোন দেশের বাইরে থাকেন। কিছুদিন হলো তাদের মা মারা গেছেন এবং তাদের একটি পুরাতন বাড়ি রয়েছে সেই বাড়িটা ভেঙে ৪টা ফ্ল্যাট করা হয়। এর ৩টি ফ্ল্যাট সামনের দিকে, আর একটা পেছনে। সেটি নিয়ে শুরু হয় যতো জল্পনা-কল্পনা।
৩ ভাইবোন একজোট হয়ে ভাবতে থাকে কীভাবে আরেক বোন রুবিকে পেছনের ফ্ল্যাট নিতে আগ্রহী করা যাবে! তবে রুবি আসলে কেনো কষ্ট করে অস্ট্রেলিয়া থেকে দেশে আসেন, সেটাই কেও জানে না!
এমনই মানসিক এক টানাপোড়েনের গল্পে পারিবারিক আবহে নির্মিত হয়েছে ইমপ্রেস টেলিফিল্ম -এর মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শাড়ি’।
প্রখ্যাত শিশুসাহিত্যিক ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নির্মিত এই মুক্তদৈর্ঘ্য চলচ্চিত্রটির চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন মো. খাইরুল ইসলাম তুফান।
এটিতে অভিনয় করেছেন সালাউদ্দিন লাভলু, আফসানা মিমি, শহিদুল আলম সাচ্চু, বাপ্পা শান্তনু, আকিব হোসেন, রেজমীন সেতু ও মীম চৌধুরী প্রমুখ।
খোরশেদ আলমের চিত্রগ্রহণে এতে ভিডিও সম্পাদনা প্রধান হিসেবে ছিলেন জীবন চৌধুরী।
নির্মাতা জানিয়েছেন, ঈদের দিন রাত সাড়ে ১১ টায় চ্যানেল আইয়ের পর্দায় দেখা যাবে এই চলচ্চিত্র ‘শাড়ি’। তথ্যসূত্র: চ্যানেল আই অনলাইন।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।