দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ উইন্ডোজ-১১ অপারেটিং সিস্টেম বাজারে আসার পর উইন্ডোজ-১০ ২০২৫ সালের অক্টোবরের পর আর চালু রাখবে না মাইক্রোসফট। বিবিসিকে এই তথ্য দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
যদিও উইন্ডোজ-১০ চালু করার পর মাইক্রোসফট প্রতিষ্ঠানের পক্ষ হতে বলা হয়েছিল এটিই হবে তাদের সর্বশেষ অপারেটিং সিস্টেম। তবে প্রতিষ্ঠানটি নতুন উইন্ডোজ চালু করার পর উইন্ডোজ-১০ ২০২৫ সালের ১৪ অক্টোবর পর্যন্ত চালু রাখার ঘোষণা দিয়েছে। এই সময়ের পর এ উইন্ডোজটি আর নতুন কোনো আপডেট না দেওয়ার ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। ইতিমধ্যেই বিশ্বজুড়ে উইন্ডোজ-১০ ব্যবহারকারীরা নতুন উইন্ডোজ-১১ এর আপডেট পেতে শুরু করে দিয়েছে।
ইতিপূর্বে উইন্ডোজ-৭ ২০২০ সাল হতে বন্ধ করে দেওয়ার ঘোষণা দেয় মাইক্রোসফট। তবে অনেক ব্যবসায়ী প্রতিষ্ঠান মাইক্রোসফটে বিল পরিশোধ করে উইন্ডোজ-৭ এর আপডেট সুবিধা চালু রেখেছেন। এর কারণ হলো উইন্ডোজ-৭ ব্যবহার করা খুবই সহজ ও ঝামেলাও কম।
২০১৫ সালের জুলাইয়ে উইন্ডোজ-১০ চালু হওয়ার পর হতে কোনো চার্জ ছাড়াই প্রতিষ্ঠানটি তাদের গ্রাহকদের আপডেট সুবিধা দিয়ে আসছে। তবে এখন নতুন উইন্ডোজ চালু হওয়ার পর এই সুবিধাটি ২০২৫ সালের পর আর দেবেন না এই প্রতিষ্ঠানটি।
উইন্ডোজ-১০ চালু হওয়ার পর থেকেই ব্যবহারকারীরা শুরুতে অনেক সমস্যায় মধ্যে পড়েন। বিষয়টি নিয়ে মাইক্রোসফটের কাছে অনেক অভিযোগও আসে। পরে প্রতিষ্ঠানটি একে একে সমস্যাগুলোর সমাধান করতে থাকে।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের সার্জিক্যাল মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর
অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।