দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে জামায়াতের আহ্বানে দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল চলছে। রাজধানীতে এ পর্যন্ত ৫ জন গুলিবিদ্ধ হয়েছে।
হরতালের শুরুতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে জামায়াত-শিবির কর্মীরা সহিংস হয়ে ওঠে। রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে। বিভিন্ন স্থানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। এ সময় পুলিশের সাথে জামায়াত-শিবির কর্মীদের সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে রাজধানীতে ৫ জন গুলিবিদ্ধ হয়।
হরতালে সকাল থেকেই রাজধানীর প্রধান প্রধান সড়কে সীমিত আকারে যান চলাচল করতে দেখা গেছে। রাজধানীর সঙ্গে দূরপাল্লার সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ রয়েছে। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।
রাজধানীর কল্যাণপুরে শিবিরের ঢাকা মহনগর পশ্চিমের সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন (২৪) ও অর্থ সম্পাদক বিপ্লব (২৬)সহ ৪ শিবির কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।
জানা গেছে, সকাল ৮টার দিকে কল্যাণপুর থেকে একটি মিছিল বের করে তারা। এসময় সেখানে কয়েকটি গাড়ি ভাঙচুর ও ককটেলের বিস্ফোরণ ঘটে। পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে ১৫-২০ রাউন্ড বুলেট ছুড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
হরতালের শুরুতে সকাল ৬টায় রাজধানীর রায়েরবাগে পুলিশের গুলিতে একজন আহত হয়েছে। এখানে জামায়াত-শিবিরের মিছিল ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। এছাড়া বেশ কয়েক স্থানে মিছিল করেছে জামায়াত-শিবির কর্মীরা।
উল্লেখ্য, দলের নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামী আজ মঙ্গলবার সকাল থেকে টানা ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে।