দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এক সময় নিয়মিতভাবে বিজ্ঞাপনে জিজ্ঞেল দিতেন চ্যানেল আই সেরাকণ্ঠ খ্যাত শিল্পী কোনাল। সেসব বিজ্ঞাপনে এক ভিন্ন মাত্রা যোগ করতো কোনালের সেই কণ্ঠ।
গত কয়েক বছর প্লেব্যাক ব্যস্ততা বেড়ে যাওয়া সেদিকে মনোযোগী ছিলেন না এ গায়িকা। দীর্ঘদিন পর আবারও বিজ্ঞাপনের জিঙ্গেলে ফিরলেন কণ্ঠশিল্পী কোনাল।
মেরিল পেট্রোলিয়াম জেলি, পেপসোডেন্ট টুথপেস্ট, কনডেন্স মিল্ক, চাকা ওয়াশিং পাউডার, প্রাণ, আড়ং, বোটানিক অ্যারোমা ডে ফেয়ারনেস ক্রিম, আইটেল ফোনসহ বেশ কয়েকটি বিজ্ঞাপনের জিঙ্গেল এবং ভয়েসওভার দিয়েছেন এই কণ্ঠশিল্পী। এবার তিনি নতুন করে ‘নিম বিউটি সোপ’র বিজ্ঞাপনে জিঙ্গেল দিলেন। রেহমান খলিলের পরিচালনায় বিজ্ঞাপনটিতে কাজ করছেন চিত্রনায়িকা ববি।
জানা গেছে, খুব শীঘ্রই বড় আয়োজনের এই বিজ্ঞাপনটি প্রচারে আসবে। নিম বিউটি সোপের বিজ্ঞাপনে জিঙ্গেলের পাশাপাশি ওভারভয়েসও দিয়েছেন কোনাল। তিনি মনে করেন যে, বিজ্ঞাপনে জিঙ্গেল মূলত চলচ্চিত্রের প্লে-ব্যাকের মতোই। মনোযোগটাও একই রকম দিতে হয়। তবে ভয়েসওভারের মজাটা হলো, সেখানে স্ক্রিপ্ট দেখে পর্দায় যিনি অভিনয় করেছেন তার মুড বুঝে কণ্ঠ দেওয়া লাগে।
কোনাল সংবাদ মাধ্যমকে আরও বলেন, এটা করতে গিয়ে অনেক সময়ই পর্দার মানুষটির সঙ্গে কণ্ঠই মেলে না। যে কারণে বারবার দিতে হয়। তবে নিম বিউটি সোপের কাজটি খুব চমৎকার হয়েছে। কাজটি করতে গিয়ে আমি নিজেও খুব মজা পেয়েছি। আমি অনেকদিন পর জিঙ্গেল দিলাম। সবকিছু মিলে গেলে এখন থেকে নিয়মিত বিজ্ঞাপনের জিঙ্গেলে কাজ করবো আশা করি।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।