দি ঢাকা টাইমস্ ডেস্ক ॥ এবার অফিসের মোবাইল অ্যাপলিকেশনে ভিডিও এডিটর যুক্ত করতে চলেছে মাইক্রোসফট অফিস। ব্যবহারকারীদের সুবিধা বিবেচনা করে বর্তমান সফটওয়্যার দিয়েই ডকুমেন্টের বাইরেও তৈরি করা যাবে অনেক কিছু।
টেকরাডারের এক খবরে বলা হয়, ডিসেম্বরেই অফিসের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপে একটি সাধারণ ভিডিও এডিটর ফিচার চালু হবে। নতুন ওই ভিডিও এডিটর দিয়ে ব্যবহারকারীরা ছোট ছোট ভিডিও ক্লিপও তৈরি করতে পারবেন এবং সেগুলো নিজেদের নেটওয়ার্কে শেয়ার করার পূর্বে এডিটও করতে পারবেন।
বর্তমানে অ্যান্ড্রয়েডের জন্য কাইনমাস্টার বা পাওয়ার ডিরেক্টরের মতো অনেক ভিডিও এডিটিং অ্যাপ রয়েছে। তবে মাইক্রোসফট অফিসের নতুন এই আপডেটের কারণে ব্যবহারকারীরা ইন্সটল থাকা অ্যাপ দিয়েই অ্যান্ড্রয়েড স্মার্টফোনে ছোট ছোট ভিডিও ক্লিপ বানানোর সুযোগও পাবেন। সেইজন্য তাদের নতুন করে অতিরিক্ত কোনো সফটওয়্যারই ডাউনলোড করতে হবে না। তবে অন্যান্য ভিডিও এডিটিং অ্যাপে এই সুবিধা নেই।
এক্সেল, আউটলুক, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে হালকা ভিজ্যুয়াল ফ্লেয়ার তৈরির জন্য গত বছর অফিসে প্রিমিয়াম ক্রিয়েটিভ কন্টেন্ট যুক্ত করা হয়েছিলো। অনেকেই মনে করেন, সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট অফিসে ভিডিও এডিটর এবং প্রিমিয়াম ক্রিয়েটিভ কনটেন্ট যুক্ত হওয়ায় ব্যবহারকারীরা তাদের অভ্যন্তরীণ দৃশ্যের সৃজনশীলতাকে এমন জায়গায় প্রকাশ করার সুযোগ পেতে পারেন, যা তারা আগে কখনও ভাবতেও পারতেন না। তথ্যসূত্র: দৈনিক ইত্তেফাক।
করোনা ভাইরাস প্রতিরোধে করণীয়
# সব সময় ঘরে থাকার চেষ্টা করি।
# জরুরি প্রয়োজনে বাইরে বের হলে নিয়মগুলো মানি, মাস্ক ব্যবহার করি।
# তিন লেয়ারের কাপড়ের মাস্ক ইচ্ছে করলে ধুয়েও ব্যবহার করতে পারি।
# বাইরে থেকে ঘরে ফেরার পর পোশাক ধুয়ে ফেলি। কিংবা না ঝেড়ে ঝুলিয়ে রাখি অন্তত চার ঘণ্টা।
# বাইরে থেকে এসেই আগে ভালো করে (অন্তত ২০ সেকেণ্ড ধরে) হাত সাবান বা লিকুইড দিয়ে ধুয়ে ফেলি।
# প্লাস্টিকের তৈরি পিপিই বা চোখ মুখ, মাথা একবার ব্যবহারের পর অবশ্যই ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে ব্যবহার করা যেতে পারে।
# কাপড়ের তৈরি পিপিই বা বর্ণিত নিয়মে পরিষ্কার করে পরি।
# চুল সম্পূর্ণ ঢাকে এমন মাথার ক্যাপ ব্যবহার করি।
# হাঁচি কাশি যাদের রয়েছে সরকার হতে প্রচারিত সব নিয়ম মেনে চলি। এছাড়াও খাওয়ার জিনিস, তালা চাবি, সুইচ ধরা, মাউস, রিমোট কন্ট্রোল, মোবাই, ঘড়ি, কম্পিউটার ডেক্স, টিভি ইত্যাদি ধরা ও বাথরুম ব্যবহারের আগে ও পরে নির্দেশিত মতে হাত ধুয়ে নিন। যাদের হাত শুকনো থাকে তারা হাত ধোয়ার পর Moisture ব্যবহার করি। সাবান বা হ্যান্ড লিকুইড ব্যবহার করা যেতে পারে। কেনোনা শুকনো হাতের Crackle (ফাটা অংশ) এর ফাঁকে এই ভাইরাসটি থেকে যেতে পারে। অতি ক্ষারযুক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার থেকে বিরত থাকাই ভালো।